পেনশন, অবসর নিয়ে বড় কল্পনা মোদী সরকারের! সুখবর পেতে চলেছেন কয়েক কোটি সরকারি কর্মী

বাংলা হান্ট ডেস্কঃ কর্মচারীদের জন্য এবার বড় সুখবর দিতে চলেছে মোদী সরকার, এর আগেও ইপিএফও গ্রাহকদের প্রাপ্য সুদের টাকা সেপ্টেম্বর মাস থেকেই দেওয়ার কথা জানানোর পর হাসি ফুটেছে কর্মীদের মুখে। এবার অবসরের বয়স এবং পেনশন নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে নয়াদিল্লি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক আর্থিক উপদেষ্টা কমিটির রিপোর্টে কর্মচারীদের অবসরের বয়স এবং পেনশনের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, আর্থিক উপদেষ্টা কমিটির প্রস্তাব কর্মীদের ন্যূনতম পেনশনের পরিমাণ ২০০০ টাকা হওয়া উচিত। শুধু তাই নয়, এই রিপোর্টে ইউনিভার্সাল পেনশন সিস্টেম চালু করারও উপদেশ দিয়েছে কমিটি। ভারতে এই মুহূর্তে প্রায় ১০ শতাংশ মানুষ অর্থাৎ ১৪ কোটি প্রবীণ নাগরিক রয়েছেন। আর তাই তাদের সুরক্ষার জন্যই এই পলিসি লাগু করার প্রস্তাব দিয়েছে আর্থিক উপদেষ্টা কমিটি।

তারা আরও জানিয়েছে, ৫০ বছর বয়সী ব্যক্তিদেরও কৌশল বিকাশ করা সম্ভবপর হয় তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি নিয়ম প্রণয়ন করুক। কারণ অবসরের বয়স বাড়ালে এবং পেনশনের পরিমাণ বাড়লে প্রবীণ নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। একইসঙ্গে অসংগঠিত ক্ষেত্র, অভিবাসী এবং উদ্বাস্তু নাগরিকরাও যাতে ‘কৌশল বিকাশ’ করতে সক্ষম হন তার জন্যেও নীতি নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

2021 03 25T000000Z 4703ELECTION e1620204698394

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে ভারতে প্রায় ১৯.৫% মানুষ প্রবীণ নাগরিক শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন। আর তাই সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ কমাতে অবসরের বয়স বাড়ানো জরুরি। শুধু তাই নয় এতে কার্যক্ষেত্রে দক্ষতাও বৃদ্ধি পাবে। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি নয়াদিল্লি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর