করোনা আবহে পেনশন (pension) গ্রাহকদের জন্য বড়সড় সুবিধা দিল মোদি সরকার (modi government)। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এদিন জানিয়ে দিলেন, করোনা আবহে অবসরপ্রাপ্ত চাকুরিজীবিদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ১ মাস বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে।
এতদিন এই সময়সীমা ছিল ১ থেকে ৩০ নভেম্বর৷ এবার যা বেড়ে দাঁড়াল ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ২০২০ সালের শেষ দিন পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবে পেনশন গ্রহীতারা৷ পাশাপাশি, ব্যাঙ্কগুলিকে ভিডিও বেসড কাস্টমার ভেরিফিকেশনে জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে মোদি সরকারের তরফে। এর আগে রিজার্ভ ব্যাংকও একই নির্দেশ দিয়েছিল।
পেনশন গ্রহীতাদের নিজে ব্যাংকে উপস্থিত থেকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়৷ এই নতুন পদ্ধতি চালু করায় জোর দিচ্ছে ডিপার্টমেন্ট অফ পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার। এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু হলে ৮০ বছরের গন্ডি পেরোনো পেনশন গ্রাহকদের সশরীরে আসতে হবে না ব্যাংকে
প্রসঙ্গত, এই মুহুর্তে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সুস্থতার হার আশার আলো দেখালেও জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মারণ ভাইরাস হয়ে উঠছে করোনা। যেহেতু বৃদ্ধদের কম বেশী সকলেই জটিল রোগে আক্রান্ত তাই তাদের বাড়ি থেকে বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি।