বড় উদ্যোগ মোদি সরকারের; ২০২১ সালে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল

জম্মু ও কাশ্মীরের (jammu Kashmir) সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ নিল মোদি সরকার (modi government)। কাশ্মীরের যে সব অঞ্চলে পানীয় জলের (water) সমস্যা অত্যন্ত প্রকট, জল জীবন মিশনের আওতায় ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল।

images 75 4

এই প্রকল্পটি সফল করতে কেন্দ্রশাসিত অঞ্চলের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ দিনরাত পরিশ্রম করছে বলে জানানো হয়েছে। জম্মু কাশ্মীরের সমস্ত পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে জানিয়েছে মোদি সরকার। আপাতত শ্রীনগর ও বাডগাম জেলাগুলি এই মিশনের আওতায় রয়েছে।

জল জীবন মিশনের পিছনে মোদি সরকারের মূল লক্ষ্য ২০২২ সালের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ করা। কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে শুধু কাশ্মীরের জন্যই বরাদ্দা ৪ হাজার কোটি।

জল শক্তি বিভাগের এক আধিকারিকের কথায়, ‘আমরা ২০২২ সালের মধ্যে প্রত্যেকের জন্য জল সরবরাহ করার লক্ষ্য নিয়েছি। আমরা জম্মু ও কাশ্মীরের প্রতিটি এলাকায় ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পাইপলাইনের জল সরবরাহ করার পরিকল্পনা করেছি’

জম্মু ও কাশ্মীরের বহু অঞ্চলে জল সরবরাহের সমস্যা রয়েছে। এতদিন গাড়ি করে জল সরবরাহ করা হলেও তা যথেষ্ট ছিল না। তাই মোদি সরকারের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত, জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ অধিকার তুলে নেওয়ার পর এই রাজ্যের উন্নতির দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার।  বেশ কয়েকটি অঞ্চলে ইন্টারনেট ব্যাবস্থাকে ঢেলে সাজানোও হচ্ছে


সম্পর্কিত খবর