২৮ টি পাবলিক সেক্টর ইউনিট বিক্রির সিদ্ধান্তে শিলমোহর মোদী সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ জানা যাচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার  ২৮ টি পাবলিক সেক্টর ইউনিটে (পিএসইউ) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার লোকসভায় এক প্রশ্নে অর্থমন্ত্রী জানিয়েছে, ২৮ টি পাবলিক সেক্টর ইউনিটে (পিএসইউ) শেয়ার বিক্রির ক্ষেত্রে সরকার ইতিমধ্যেই তাত্ত্বিক অনুমোদন দিয়েছে।

বার্তা সংস্থা আইএএনএস-এর খবরে বলা হয়েছে, অর্থ প্রতিমন্ত্রী বলেছিলেন যে, ২০১২-২০১৮ অর্থবছরে, সরকার পুনর্বিন্যাসের জন্য 65৫,০০০ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য, সরকার কৌশলগত বিক্রয় সহ অংশীদারি বিক্রয় ইত্যাদি প্রক্রিয়া অবলম্বন করে।

অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের লিখিত জবাবে তিনি ২৮ টি সরকারী ক্ষেত্রের উদ্যোগের নামও উল্লেখ করেছেন, যাতে বিনিয়োগ বা অংশীদারি বিক্রয় নীতি অনুমোদিত হয়েছে। এই সংস্থাগুলি হ’ল –

air india

1- Scooters India Ltd.,

2- Bridge & Roof Company India Ltd.,

3- Hindustan News Print Ltd.,

4- Bharat Pumps & Compressors Ltd.,

5- Cement Corporation of India Ltd.,

6- Central Electronics Ltd.,

7- Bharat Earth Movers Limited,

8- Ferro Scrap Corporation

9- Pawan Swan Limited,

10- Air India and its five subsidiaries and a joint venture,

11- HLL Lifecare,

12- Hindustan Antibiotics Ltd.,

13- Shipping Corporation of India,

14- Bengal Chemicals and Pharmaceuticals Limited.

15- Theoretical approval for disinvestment in Nilanchal Steel Corporation Limited was given on January 8.

16- Hindustan Prefabricated (HPL),

17 – Engineering Projects India Limited,

18- India Petroleum Corporation

19- Container Corporation of India (CONCOR)

20- Nagarikar Steel Plant of NMDC,

21- Durgapur Alloy Steel Plant of Sale, Salem Steel Plant and Bhadravati Unit.

22- THDCIL India Limited (THDCIL)

23- Indian Medicine and Pharmaceuticals Corporation Limited (IMPCL),

24- Karnataka Antibiotics,

25-Indian Tourism Development Corporation (ITDC)

26- North Eastern Electric Power Corporation Limited (NEEPCO)

27- Project and Development India Ltd.

28- Kamrajar Port


সম্পর্কিত খবর