সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের, কবে থেকে মিলবে জানাল মোদী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য ফের একবার বড় সুখবর দিল মোদি সরকার। কিছুদিন আগেই করোনা কালের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বীমা পলিসির কভারেজ এক লক্ষ টাকা বৃদ্ধি করেছিল সরকার। এবার বেতনভোগী কর্মচারীদের জন্য সুখবর দিল দিল্লি। ফের একবার বাড়তে চলেছে কর্মচারীদের মহার্ঘ্য ভাতা। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৭% থেকে ২৮% অবধি বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর পরিমান। ১ জুলাই থেকেই এই বর্ধিত বেতন হাতে পাবেন কর্মচারীরা। গতবছর করোনার কারণে কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেনি সরকার। তবে এ বছর কর্মীদের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ফের একবার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল তারা।

যদিও ভালো খবরের মধ্যে রয়েছে একটি খারাপ খবরও। করোনার কারণে এই মুহূর্তে বকেয়া টাকা বা এরিয়ার দেবার সিদ্ধান্ত বাতিল করেছে মোদি সরকার। সরকারি তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে গিয়ে এবং করোনা পরিস্থিতি সামলাতে গিয়ে সরকারের অর্থনৈতিক পরিস্থিতি তেমন ভালো নয়। আর সেই কারণেই কর্মীদের এরিয়ার দিতে পারছেনা তারা।

   

তবে আগামী জুলাই মাস থেকেই বর্ধিত বেতন কর্মীরা যাতে হাতে পান, তার জন্য তৎপরতার সঙ্গে কাজ করছে সরকার। জানানো হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে জুন ৩%, জুলাই থেকে ডিসেম্বর ৪% ও ২০২১ সালের জানুয়ারি থেকে জুন ৪% এই হারে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির পরিকল্পনা করেছে কেন্দ্র। আগামী ৩০ জুন অবধি কতটা মূল্য বৃদ্ধি হয়েছে তার নিরিখেই বর্ধিত বেতন পাবেন কর্মীরা।

সরকারি তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে গিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে সরকারকে। এছাড়া দীপাবলি অবধি বিনামূল্যে রেশন দেওয়ার কারণে খরচ প্রায় ১ লক্ষ ৩০ কোটি টাকা। তার জেরেই এখন কর্মচারীদের বকেয়া টাকা দিতে পারছে না সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, “ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সময়ই বলে দেওয়া হয়েছিল, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত তিন দফায় যে পরিমাণ ডিএ বাড়ার কথা, তা যোগ করেই নতুন ডিএ-র হার স্থির হবে। তবে কোনও ডিএ বাবদ কোনও বকেয়া দেওয়া হবে না। একই সঙ্গে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন, গরিবদের বিনামূল্যে রেশন এবং সরকারি কর্মচারীদের ডিএ-র বকেয়া মেটানো কেন্দ্রের পক্ষে সম্ভব নয়।”

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর