বাংলা হান্ট ডেস্ক : এই লোকসভায় দ্বিতীয়বারের মতো আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় এসেছে মোদী সরকার।বলা বাহুল্য, গেরুয়া স্রোত বয়ে গিয়েছে গোটা দেশে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। তবে সম্প্রতি লোকসভায় বাবুল সুপ্রিয় জানান, এক কোটিরও বেশি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির। উন্নতির কারণেই নাকি এমনটা সিদ্ধান্ত নিয়েছেন বজরং দল।
বাবুল সুপ্রিয়র কথা অনুযায়ী, ২০১৫ থেকে ১৬ সালের মধ্যে প্রায় ১৬ লাখ গাছ কেটেছে বিজেপি । এবং ২০১৬ থেকে ১৬ সালের মধ্যে প্রায় ১৭ লক্ষ গাছ কেটেছে বিজেপি। এবং ২০১৭ থেকে ১৮ সালের মধ্যে গাছ কাটার অংকটা প্রায় ২৬ লাখ।
২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গাছ কাটার অনুমতি রয়েছে বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।
গোটা দেশবাসী মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন বিশ্বের বিভিন্ন পরিবেশ রক্ষার সংস্থাও এর তীব্র নিন্দা জানিয়েছেন।