মোদী সরকারের বড় ঘোষণা, ক্রেতা সুরক্ষার্থে লাগু হতে চলেছে এক নতুন নিয়ম

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) সংকটের দিনেও ভারতের (India) ক্রেতাদের জন্য নিয়ে আসলেন এক দারুণ সুখবর। নতুন আইন কার্যকর হওয়ার পর থেকে এবার থেকে কিছুটা হলেও সংযত হতে হবে বিজ্ঞাপনদাতাদের। ক্রেতাদের সুরক্ষার্থেই মোদী সরকার নিয়ে এল এক অভিনব উদ্যোগ।

আসতে চলছে ক্রেতা সুরক্ষার্থে নতুন আইন
এই নব আইন ২০২০ সালের জানুয়ারী থেকেই কার্যকর হওয়ার কথা বলা হলেও, কিছু প্রযুক্তিগত কারণের জন্য তা পিছিয়ে মার্চে নিয়ে যাওয়া হয়। কিন্তু মহামারি করোনা ভাইরাসের সংকটের মধ্যে এই নতুন আইন প্রণয়ন করা অসম্ভব হয়ে পড়ায়, এবার এই আইন জারী করতে চলেছে মোদী সরকার, একথা জানালেন কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জন বিতরণ মন্ত্রী।

super markets jpg

কবে থেকে চালু হচ্ছে এই আইন?
উপভোক্তা সুরক্ষা আইন-২০১৯, আগামী ২০ শে জুলাই থেকেই লাগু হতে চলেছে। এই আইন কার্যকর হয়ে গেলে, বিভ্রান্ত মূলক বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাকে বিভ্রান্ত করলে, বিক্রেতার জেল পর্যন্ত হয়ে যেতে পারে।

image 112

আগামী ২০ শে জুলাই থেকে এই আইন কার্যকর হয়ে গেলে, দেশ জুড়ে জারী হবে এক নতুন আইন। এই নতুন উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তা আদালতের পাশাপাশি কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষও থাকবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর