বাংলাহান্ট ডেস্কঃ সুরক্ষিত সুন্দর ভবিষ্যতের জন্য কমনা সকলেই করে থাকেন। সেই কারণে সঠিক অর্থ বিনিয়োগ সর্বদা জরুরী। এমন একটি সরকারি খাত আছে যেখানে আপনি অল্প বিনিয়োগেই প্রতি মাসে মোটা অংকের পেনশন পেতে পারেন। এই স্কিমের সরকার আপনার পেনশনের গ্যারান্টার হবে। প্রধানমন্ত্রীর এই শ্রম যোগী মন ধন যোজনা (Shram Yogi Man Dhan Yojna) সাধারণত বেসরকারি রিক্সা চালক, ঘরামী, শ্রমিক এবং মজুরদের জন্য তৈরি কর হয়েছে। নিজেদের বৃদ্ধ বয়সের লাঠি শক্ত করতেই প্রধানমন্ত্রীর এই যোজনা।
এই যোজনায় ব্যক্তি যদি তার ১৮ বছর বয়স থেকেই চালু করতে চায়, তাহলে তাকে প্রতি মাসে ৫৫ টাকা জমা করতে হবে। আবার যদি কোন ৪০ বছর বয়সী ব্যক্তি শুরু করতে চান, তাহলে তাকে ২০০ টাকা করে প্রতি মাসে জমা করতে হবে। তবে ব্যক্তির ৬০ বছর পূর্ণ হলেই সে পেনশনের আয়ত্তাভুক্ত হবে। ৬০ বছর বয়স হলেই প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থাৎ বছরে সেই ব্যক্তি ৩৬০০০ টাকা পেনশন পাবেন।
কেন্দ্র সরকারের এই শ্রম যোগী মন ধন যোজনার সুবিধা নেওয়ার জন্য কোন ব্যক্তিকে বেসরকারি মাধ্যমের কোন রোজগারের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং যদি ব্যক্তি কোন সরকারি প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি এই প্রকল্পের আয়ত্তায় আসতে পারেন।
৪০ বছর বয়সের মধ্যে ব্যক্তিরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে অবশ্যই সেই ব্যক্তির মাসিক আয় ১৫ হাজার টাকার কম হতে হবে। ব্যক্তির সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার এবং আধার কার্ড থাকতে হবে। তবে শ্রমিকদের ‘কমন সার্ভিস সেন্টারে’ নাম নথিভুক্ত করতে হবে।