বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকটা মানুষ চায় নিজের মাথার উপর পাকা ছাদ। সবাই চায় নিজের একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে। কিন্তু সাধ থাকলেও অনেকের সাধ্য থাকে না। এবার সেই সকল মানুষের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকার নিয়ে আসতে চলেছে গৃহ ঋণে ভর্তুকির নতুন স্কিম। এবার খুব সহজেই তৈরি করতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি।
ওয়াকিবহাল মহল মনে করছে, কিছুদিনের মধ্যেই এই স্কিম চালু হতে পারে ব্যাংকগুলিতে। আপনিও যদি ছোট শহর এলাকায় বাড়ি তৈরি করেন, তাহলে এই স্কিমের সুবিধা পাবেন। বিশেষজ্ঞদের মতে, সামনেই রয়েছে লোকসভা ভোট। তার আগে বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে। নির্বাচনের আগে জনগণকে খুশি করতে কেন্দ্রীয় সরকার এই চিন্তা ভাবনা শুরু করেছে।
আরোও পড়ুন : আগামী মাস থেকে দিতে হবে অতিরিক্ত বিদ্যুৎ বিল! বৃদ্ধি পাচ্ছে ৫-৭ শতাংশ খরচ, মাথায় হাত আমজনতার
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার দাম কমিয়েছে রান্নার গ্যাসে। এবার ভর্তুকি দেওয়া হতে পারে গৃহ ঋণেও। সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানা না গেলেও, মনে করা হচ্ছে এই স্কিমের আওতায় হোম লোনে ৩-৬.৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। যে হোম লোনগুলির মেয়াদ কুড়ি বছর আর পরিমাণ পাঁচ মিলিয়নের নিচে, সেগুলি এই ছাড়ের সুবিধা পাবে।
মন্ত্রিসভার অনুমোদন মিললেই দেশজুড়ে নতুন এই স্কিম প্রযোজ্য হবে। মূলত শহর এলাকার যেসব বাসিন্দাদের আর্থিক অবস্থা ভালো নয়, তাদের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত আগস্ট মাসে বলেছিলেন, যেসব শহর এলাকার মানুষরা বস্তি এলাকায় থাকেন, চালা ঘরে থাকেন তাদের জন্য সরকার নতুন স্কিম নিয়ে আসতে চলেছে।