বাংলাহান্ট ডেস্কঃ নিজের দলের বিপক্ষে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার সম্মুখীন হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (subramanian swamy)। বিজেপির শক্তিশালী নেতা এবং রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী রাম মন্দির নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra modi) নয়, কৃতিত্ব দিয়েছিলেন রাজীব গান্ধীকে।
গত ৫ ই আগস্ট অয্যোধায় রাম মন্দিরের ভূমি পূজন সম্পন্ন হয়েছে। বহু ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে রাম মন্দিরের নির্মাণকার্য শুরু হয়েছে। কিন্তু এই রাম মন্দিরের নির্মাণকার্য শুরুর পেছনে প্রধানমন্ত্রী মোদীর অবদান মানতে চাইলেন না বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর চোখে মোদী জির এই বিষয়ে কোন অবদানই নেই।
এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন ভূমিকা নেই। অন্তত প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন এই মন্দির নির্মানের উদ্যোগে কোন কাজ করেছেন বলে, তিনি জানেন না। এই বিষয়ে তিনি কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অবদান আছে বলে দাবি করেছেন।
সুব্রহ্মণ্যম স্বামীর কথায়, ‘রাম মন্দিরের এই নির্মাণকার্যের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন অবদান নেই। আমি যতদূর জানি, এই বিষয়ে সরকার কোনরূপ সিদ্ধান্ত নেয়নি। রাম মন্দির নির্মানের পেছনে সবথেকে বড় অবদান হল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর’।
প্রসঙ্গত, বিজেপি নেতা কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে এই উক্তি করেছেন, তা এখনও জানা সম্ভব হয়নি। তবে তাঁর এই কথা শুনে তাকে আক্রমণ করেছেন বিধায়ক তেজিন্দর সিং বগা। তিনি সুব্রহ্মণ্যম স্বামীকে গিরগিটি আখ্যা দিয়ে বলেছেন, ‘গিরগিটি স্বামীর মনে হয়- রাম মন্দির নির্মানের পেছনে প্রধানমন্ত্রীর নয় রাজীব গান্ধীর ভূমিকা আছে’।