বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন পর ফের দলীয় প্রধানমন্ত্রীর সভায় জায়গা করে নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দুর্গাপুরে (Durgapur) ১৮ জুলাই প্রধানমন্ত্রীর (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। বিজেপির (BJP) একাংশ মনে করছে, শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে বৈঠকের পরই দলের মূলবৃত্তে ফিরলেন দিলীপবাবু।
গত এপ্রিল মাসে দিঘায় (Digha) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাত করেন দিলীপ (Dilip Ghosh)। সেই ঘটনা ঘিরে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। অনেকে ভেবেছিলেন, তিনি হয়তো দলবদল করতে চলেছেন। তবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) সাফ জানিয়ে দেন, তিনি ভগবানের কাছে গিয়েছিলেন, কোনও রাজনৈতিক অভিসন্ধি ছিল না। তবু এরপর একাধিক দলীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি তিনি।
শমীকের বৈঠকের পরেই মোদীর সভায় ডাক দিলীপকে (Dilip Ghosh)
৮ জুলাই শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দলের পুরনো কর্মীদের পাশে থাকার বার্তা দেন দিলীপবাবু। আর তার সপ্তাহ খানেকের মধ্যেই দুর্গাপুরের (Durgapur) সভায় তাঁকে ডাক দেওয়াটা বিজেপির ভিতরে নতুন সমীকরণকেই তুলে ধরছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলের বহু পুরনো নেতাকর্মী যাঁরা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নেতৃত্ব হিসেবে মানেন, তাঁর এই প্রত্যাবর্তনে স্বস্তি পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে দলের অভ্যন্তরীণ ভাঙন ঠেকাতেই বিজেপি আবার দিলীপের মতো মুখগুলোকে সামনে আনছে।
আরও পড়ুনঃ কবে শেষ হবে অপেক্ষা? বালুরঘাট-হিলি প্রকল্পে রিপোর্ট তলব হাইকোর্টে
একটা সময় যাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল, তিনিই এখন ফের প্রধানমন্ত্রীর সভায়। ফলে দিঘার সেই বিতর্কিত পর্বের পর নতুন অধ্যায়ের সূচনা করতেই চাইছে বিজেপি। গেরুয়া শিবির চাইছে, বিক্ষুব্ধ নেতাদের ফের এক ছাতার তলায় আনা হোক।