মোদী দেশের প্রধানমন্ত্রী, ওঁকে সম্মান করা উচিত : শশী থারুর, কংগ্রেস সাংসদ

বাংলা হান্ট ডেস্ক : এবার প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে কথা বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এতদিন অবধি কংগ্রেস নেতৃ্ত্বরা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে তির বিদ্ধ করতে ছাড়েননি। এমনকি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও একাধিক বার প্রধানমন্ত্রীর বিরোধিতা করে কটাক্ষ করেছিলেন। কিন্তু সেই দলেরই সাংসদ এবার 180 ডিগ্রি ঘুরে মোদী প্রশংসায় পঞ্চমুখ হলেন। এবার মোদীকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করে তাঁকে সকলের সম্মান করা উচিত বলে জানান তিনি। উল্লেখ্য, আমেরিকার হাউস্টনে অনুষ্ঠিত হাউডি মোদী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দেগেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশের অর্থনৈতিক বেহাল দশাকে তুলে প্রধানমন্ত্রীকে তির বিঁধেছিলেন। কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রীর বিদেশ সফর দলের নেতাকে কার্যত কটাক্ষ করলেন শশী।DyE pY1VsAAc28M

তাই সামাজিক মাধ্যমে একটি ট্যুইট করে তিনি জানান,  “একজন বিরোধী সাংসদ হিসেবে আমার অধিকার আছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শ, সিদ্ধান্তের সমালোচনা করার। কিন্তু, উনি যখন বিদেশ সফরে যাচ্ছেন তখন উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন। আমার দেশের পতাকা উনি বহন করছেন। আমি চাই, দেশের প্রধানমন্ত্রীর যে সম্মান প্রাপ্য সেই সম্মান তাঁকে দেওয়া হোক। দেশের ভিতরে যখন উনি রয়েছেন, ওঁর ভুল নীতির বিরুদ্ধে বলার মতো অনেক কিছু আছে। উনি অনেক ভুল করেওছেন। কিন্তু, দেশের বাইরে উনি ভারতের প্রধানমন্ত্রী, ওনার সেই সম্মান প্রাপ্য।”

   

তবে বিরোধী নেতৃত্ব হলেও সবসময় যে তিনি মোদী বিরোধিতা করেন তা নয়। মোদীর যেকোনো কাজের সমালচনা করা হলে সেটি যদি সঠিক সিদ্ধান্ত হয় তার পরিপ্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রীর সব কাজে সমালচনা করা উচিত নয় বলে জানান। এমনকি মোদীর বেশ কয়েকটি কাজে তিনি প্রশংসা করেছেন। এবং প্রশংসা করা উচিত বলেও মনে করেন। তবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে গিরোধী দলের হয়ে শশী থারুরের এই গুণগান রাজনৈতিক অন্দরে ব্যাপক প্রভাব ফেলেছে। এমনকি বিতর্কেও সৃষ্টি করেছে।

সম্পর্কিত খবর