পেঁয়াজের মূল্য বৃদ্ধির জের, মোদীর কুশপুতুল দাহ হল হাওড়ায়

বাংলা হান্ট ডেস্ক : এ ভাবে লাগাতার হারের পেঁয়াজ আকাশ ছোঁয়া দাম বাড়ছে তাতে আমজনতার হেঁশেলে প্রভাব পড়ছে, তবে যে ভাবে এক ভাবে দাম বৃদ্ধি পাচ্ছে রীতিমতো ক্ষিপ্ত জনগণ, তাই পেঁয়াজের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে দুষছে আমজনতা। এক ভাবে দাম কমার কোনো লক্ষণ নেই, যদিও রাজ্য সরকারের তরফে টাস্ক ফোর্স গঠন হয় রাজ্যে পিয়াজের দাম অনেকটাই কমে গেছে।1x 1 1

কিন্তু লাগামহীন পেঁয়াজ ও গ্যাসের দাম বৃদ্ধির জেরে এ বার ক্ষিপ্ত জনতা নামল পথে। হাওড়া জেলার সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের সদস্যরা মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে রীতিমতো বিক্ষোভ দেখালেন। সোমবার ওই সংগঠনের সদস্যরা মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অমিত শাহ এবং মোদীর কুশপুতুল তৈরি করে সেই কুশপুতুলে পেঁয়াজের মালা পড়িয়ে দাহ করে, একই সঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা।

তবে শুধুমাত্র হাওড়া সাংস্কৃতিক ও উন্নয়ন মঞ্চের সদস্যরাই নন জেলার অন্য প্রান্তে ব্যয় বৃদ্ধির দাম নিয়ে বিক্ষোভ দেখান কৃষক ও বৃহন্নলারা। এমন কি বিক্ষিপ্ত মিছিল হয়। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ভারতে পেঁয়াজের আমদানি একেবারেই কমে গেছে। আর আমদানি অধিকার কর্মী লাগাতার হারে পেঁয়াজের দাম বাড়ছে।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজিপ্ট ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার ব্যাপারে ঘোষণা করেছেন । চলতি মাসেই মিশর থেকে পেঁয়াজ ভারতে আসার কথা।

সম্পর্কিত খবর