বিশ্বের সবচেয়ে “শক্তিশালী” গাড়ি নিয়ে লালকেল্লায় রাজকীয় এন্ট্রি মোদীর! এর সামনে ট্যাংকও ফেল

বাংলা হান্ট ডেস্ক: আজ সমগ্ৰ দেশজুড়েই এক খুশির আমেজ পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যেই দেশের প্রতিটি প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। পাশাপাশি, “আজাদী কা অমৃত মহোৎসব”-এর অধীনে “Har Ghar Tiranga” কর্মসূচি উপলক্ষ্যে প্রতিটি ঘরে ঘরেই উড়ছে জাতীয় পতাকা। এমতাবস্থায়, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লালকেল্লায় রীতিমতো রাজকীয় “এন্ট্রি” নিলেন। শুধু তাই নয়, তাঁর অত্যাধুনিক গাড়িটিও নজর কেড়ে নিয়েছে সকলের।

মূলত, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাককেল্লায় প্রবেশ করেন তাঁর Range Rover Sentinel গাড়িটিতে চেপে। এই গাড়িটি বিশ্বের অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী গাড়ি হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, গাড়িটির দাম শুনলেও রীতিমতো হুঁশ উড়ে যাবে আপনার। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে প্রধানমন্ত্রীর Range Rover Sentinel গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি: জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর Range Rover Sentinel গাড়িটি হল অত্যন্ত নিরাপদ। এটি যেকোনো প্রকার হামলা অবলীলায় সহ্য করে নিতে পারে। আর এই কারণেই এটি বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি হিসাবে বিবেচিত হয়। মূলত, এটি একটি আর্মর্ড ভেহিক্যাল যেটি বোমা এবং বুলেট দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয় না। এমনকি এই গাড়ি IED বিস্ফোরণও সহ্য করতে পারে।

পাংচারের পরেও চলতে থাকবে গাড়ি: Range Rover Sentinel গাড়িটিতে কোনো কারণে টায়ার পাংচার বা টায়ার নষ্ট হয়ে গেলেও এটি খুব সহজেই 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এমনকি জল, কাদা এবং পাথরের মধ্যেও এই গাড়িটি অবলীলায় চলতে সক্ষম।

সহ্য করে নেবে গ্যাস এবং কেমিক্যাল হামলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি গ্যাস এবং কেমিক্যাল হামলার মত ভয়াবহ আক্রমণও সহ্য করে নিতে পারে। অর্থাৎ এই গাড়ির ভেতরে বসা ব্যক্তি বোমা ও গুলির হাত থেকে যতটা নিরাপদ থাকবেন, ঠিক ততটাই কেমিক্যাল হামলা থেকেও সুরক্ষিত থাকতে পারেন।

WhatsApp Image 2022 08 15 at 1.16.17 PM

বিশ্বের সবচেয়ে শক্তিশালী গাড়ি: Range Rover Sentinel গাড়িটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গাড়ি হিসেবে বিবেচিত করা হয়। কারণ এটি একটি জাগুয়ার সোর্সড 5.0-লিটার, সুপারচার্জড V8 ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা 375bhp-এর সর্বোচ্চ শক্তি এবং 508Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করে।

প্রধানমন্ত্রীর গাড়ির গতিটিও অতুলনীয়: গতির দিক থেকে Range Rover Sentinel-এর জুড়ি মেলা ভার। এই গাড়িটি মাত্র 5.3 সেকেন্ডে 100 কিলোমিটার বেগে চলতে পারে। সর্বোপরি, এটি প্রতি ঘন্টায় ২১৮ কিলোমিটারের সর্বোচ্চ বেগে চলতে পারে।

WhatsApp Image 2022 08 15 at 1.16.02 PM

এই গাড়ির দাম কত: একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী মোদীর Range Rover Sentinel গাড়িটির দাম হল ১০ থেকে ১৫ কোটি টাকার মধ্যে। মূলত, এই গাড়িটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাবতীয় নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে ও তাঁর পছন্দ অনুযায়ী একাধিক ফিচার্স কাস্টমাইজ করা হয়েছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর