সাভারকরকে ভারত রত্ন দেওয়ার দাবি তুললেই কেন দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়, প্রশ্ন তুললেন মোদী

বাংলা হান্ট ডেস্ক : আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট এক হয়ে লড়াই করছে, তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির অস্ত্র বদলেছে, জাতীয়তাবাদকে হাতিয়ার করে মহারাষ্ট্র নির্বাচনে জয় ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি ও শিবসেনা জোট। আর এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই বিনায়ক সাভারকারকে বিজেপি ভারতরত্ন দেওয়ার দাবি তুলল নিজেদের ইস্তাহারে।pm modi s rally in charkhi dadri 6aa1f058 f001 11e9 a269 0317b040ce03

এ বার বুধবার নির্বাচনী প্রচারে এসে সেই দাবি খানিকটা উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে এসে শুধুমাত্র দলের গুণগান গাওয়াই নয় বরং বিনায়ক সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলাতে যেভাবে বিক্ষোভ শুরু হয় তাতে নিন্দা প্রকাশ করেছেন পাশাপাশি জম্মু কাশ্মীর প্রসঙ্গ তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে তা মোদ্দা বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। এ দিন কংগ্রেসকে পাল্টা অভিযোগ দিয়ে নরেন্দ্র মোদী তোপ দেগে ছত্রপতি শিবাজির মাটিতে জম্মু কাশ্মীরের কী সম্পর্ক? তা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি অত্যন্ত লজ্জিত বলে জানান,

একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে এক হাত নিয়ে মোদী আরও জানান ভারত রত্ন না দিয়ে হিন্দুত্ব ভাবাদর্শ বিনায়ক সাভারকরকে অপমানিত করা হয়েছে তাই তাদের সত্যি ডুবে মরা উচিত, পাশাপাশি ভীমরাও রামজি আম্বেদকার প্রসঙ্গ তুলে এনে তাকে যে ভাবে প্রতি পদে পদে অপমান করা হয়েছে তা নিয়েও যথেষ্ট নিন্দা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে সেভাবে ভালো ফলাফল করতে পারেনি বিজেপি ও শিবসেনা তাই তো এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে দুই দলই। হাত মিলিয়ে শিবসেনা ও বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে প্রতিটি কেন্দ্রে। কিন্তু নির্বাচনের আগেই, নির্বাচনী প্রচারে ব্যাপক কাদা ছোড়াছুড়ি অব্যাহত রাজ্য রাজনৈতিক অন্দরে।


সম্পর্কিত খবর