বেসরকারি কর্মীদের জন্য সুখবর! ন্যূনতম মজুরি নিশ্চিত করতে চাইছে মোদী সরকার

বাংলা হান্ট ডেস্ক :উত্সবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর শুনিয়েছে মোদী সরকার, বেতন কমিশন কার্যকর করে বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে একই সঙ্গে মহার্ঘ ভাতা নিয়ে সুখবর শুনিয়েছে কেন্দ্রীয় সরকার আর এরই মধ্যে বেসরকারি কর্মচারীদের জন্য এক দেশ এক মাইনের দিন করার সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। ইতিমধ্যেই সেই ব্যাপারে কার্যত ইঙ্গিত প্রকাশ করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার।work people technology office communication professional 932699 pxhere.com 1

শুক্রবার সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট সিকিউরিটি ইন্ডাস্ট্রির সিকিউরিটি লিডারশিপ সম্মেলনে সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছেন প্রতিটি ক্ষেত্রের শ্রমিকরা যাতে একই দিনে মাস মাইনে পান তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন বেসরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন সুনিশ্চিত করতে চাইছে মোদী সরকার।

তবে শুধু কর্মচারীদের বেতন বা মাইনের দিন এক হওয়া নয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো স্বাস্থ্য নিরাপত্তা এবং কর্মচারীদের কাজের পরিবেশ নিয়েও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেছেন মোদী সরকার। তাই তো তেরোটি কেন্দ্রীয় শ্রম আইনকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে জানা গিয়েছে কর্মচারীদের জন্য 44 টি শ্রম আইনের সংস্কার করা হয়েছে। উল্লেখ্য কয়েক মাস আগে বেসরকারি কর্মচারীদের জন্য মোদী সরকার নিতে পারে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমনই গুঞ্জন উঠেছিল, এ বার কার্যত তা সত্যি হতে চলেছে।

সম্পর্কিত খবর