জলেও চলবে মেট্রো! এবার এই রাজ্যে দেশের প্রথম “ওয়াটার মেট্রো”-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমাদের রাজ্যে গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরের ঘটনায় রীতিমতো অবাক হয়ে গিয়েছে গোটা দেশ। পাশাপাশি, এটি ঘিরে তুমুল আগ্রহেরও সৃষ্টি হয়েছে। ঠিক সেই আবহেই এবার আরও একটি বড়সড় তথ্য সামনে এল। জানা গিয়েছে, এবার জলেও চলবে মেট্রো (Water Metro)! শুধু তাই নয়, ইতিমধ্যেই ওই পরিষেবার উদ্বোধনকে ঘিরে তোড়জোড়ও শুরু হয়েছে।

মূলত, আগামী ২৫ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই পরিষেবার উদ্বোধন করবেন। উল্লেখ্য যে, কোচি মেট্রো রেল, কেরল সরকার ও একটি জার্মান কোম্পানির যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে এই প্রকল্পটি। এমতাবস্থায়, কেরলের কোচিতে চালু হচ্ছে দেশের প্রথম “ওয়াটার মেট্রো” পরিষেবা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল থেকে কেরলের জলপথে এই পরিষেবা শুরু হয়ে যাবে। এদিকে, প্রায় ৭৪৭ কোটি টাকার এই প্রকল্প যাত্রীদের জলপথে যাতায়াতের বিষয়টি আরও সুবিধাজনক করে দেবে বলে অনুমান করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এটি মূলত একটি ব্যাটারি চালিত জলযান। ভারত-জার্মান যৌথ উদ্যোগে সৃষ্ট এই প্রকল্প ইতিমধ্যেই কেরলের পর্যটনের উন্নতিতেও তুমুল সাড়া ফেলে দিয়েছে।

এই ওয়াটার মেট্রো পরিষেবায় কম খরচে যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা। উল্লেখ্য যে, ওয়াটার মেট্রো হল একটি শহুরে গণ ট্রানজিট সিস্টেম। যার অভিজ্ঞতা এবং যাতায়াতের বিষয়টি প্রচলিত মেট্রো সিস্টেমের মতোই। এদিকে, কোচির নদী আর খাঁড়িভরা অংশে এই ব্যবস্থা যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হয়ে উঠবে। পাশাপাশি, এই পরিষেবা পর্যটকদেরও আকৃষ্ট করবে।

whatsapp image 2023 04 23 at 3.49.53 pm

জানা গিয়েছে, এই বোটগুলি নির্মাণ করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। বোটগুলি ব্যাটারি চালিত হলেও সেগুলিতে ডিজেল চালিত জেনারেটরের ব্যাকআপও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি বোট তৈরি করতে খরচ হয়েছে ৭ কোটি টাকা। যেগুলি ৫০ জনের বসার ক্ষমতা সহ ১০০ জন যাত্রী বহন করতে পারে। এছাড়াও, বোটগুলিতে প্রতিবন্ধীদের জন্য থাকছে র‍্যাম্প ফ্যাসিলিটি, মায়েদের জন্য থাকছে ফিডিং চেম্বার, এছাড়াও থাকছে মোবাইল রিচার্জের সুবিধাও। পাশাপাশি, বোটগুলি ঘন্টায় ৮ নটিক্যাল মাইল গতিতে চলাচল করবে বলেও জানা গিয়েছে। এদিকে, কেরলের পর এই পরিষেবা জম্মু, শ্রীনগর এবং গোরখপুরের মতো শহরেও চালু করার পরিকল্পনা রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর