ফ্যানদের ঝটকা দিয়ে আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাসের ঘোষণা করলেন বিরাট কোহলির সবথেকে বড় শত্রু

বাংলা হান্ট ডেস্কঃ এবার টেস্ট ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ইংল্যান্ডের অফস্পিনিং অলরাউন্ডার মঈন আলি। এর আগেও অনেক ক্রিকেটারকেই দেখা গিয়েছে , নিজের ক্রিকেট জীবনকে লম্বা করতে তারা হঠাৎই ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এর উজ্জ্বল দৃষ্টান্ত। এবার একই সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের এই অন্যতম অফ স্পিনার তথা ঝোড়ো বাঁহাতি ব্যাটার। মঈন আলি এমন একজন স্পিনার যিনি ইংল্যান্ডের জোরে বোলিং সহায়ক উইকেটেও যথেষ্ট সফলতার সাথে উইকেট শিকার করেছেন।

তার এই আচমকা টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্তে তাই অনবকেই হতবাক। কারন এই মুহূর্তে একদিকে যেমন দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি, তেমনি বিশ্লেষকদের অনেকেই মনে করছিলেন ডিসেম্বরে আসন্ন ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজে ইংরেজদের হয়ে বড় ভূমিকা নেবেন তিনি, কিন্তু ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন সাদা জার্সিতে আর ইংল্যাডের হয়ে মাঠে নামতে চান না তিনি, বরং নিজের ক্রিকেট জীবনকে দীর্ঘ করতে এবার থেকে টি-২০ এবং একদিনের ম্যাচেই আরও বেশি মনযোগ দেবেন তিনি। তিনি এও জানিয়েছেন এক সপ্তাহ আগেই এই বিষয়ে ইংল্যান্ড অধিনায়ক জো রুট এবং কোচ সিলভারউডের সাথেও কথা বলেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য টেস্ট ক্রিকেটে মঈন আলিকে বিরাট কোহলির অন্যতম বড় শত্রু হিসেবে ধরা হয়, কারন টেস্টে যে সমস্ত স্পিনার বিরাটের উইকেট সবথেকে বেশিবার শিকার করেছেন তাদের তালিকায় সবার উপরে নাম রয়েছে মঈনেরই। টেস্ট ক্রিকেটে বিরাটকে ১০ বার সাজঘরে ফিরিয়েছেন তিনি। এছাড়া আদিল রশিদ ৯ বার, গ্রেম সোয়ান ৮ বার অ্যাডাম জ্যাম্পা ৭ বার এবং ন্যাথান লায়ন ৭ বার কোহলির উইকেট শিকার করেছেন।

IMG 20210815 225340

 

মঈন আলি প্রথমবার সাদা জার্সিতে ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন ২০১৪ সালে। এরপর বেশ কয়েকবার টেস্ট দলে সু্যোগ না পেয়ে বাইরেও বস্তে হয়েছে তাকে। এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৬৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার একদিকে যেমন ৫ টি শতরান ও ১৪টি অর্ধ শতরানের সাহায্যে তিনি স্ংগ্রহ করেছেন ২৯১৪ রান, তেমনি অন্যদিকে শিকার করেছেন ১৯৫টি উইকেটও।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর