বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের মাটিতে ব্যাটিং বিপর্যয়ের পরেও একটা সময় মনে হচ্ছিল যে ভারত প্রথম ওডিআই ম্যাচটি জিতে যাবে। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে একসময় বাংলাদেশ নয় উইকেট হারিয়ে ফেলেছিল এবং তাদের জয়ের জন্য তখনও ৫১ রান প্রয়োজন ছিল। সেই অবস্থা থেকে মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমানের জুটি বাংলাদেশকে প্রায় অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়ে দিয়ে যান।
এর ফলে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন। আগামী বছর ঘরের মাটিতে বিশ্বকাপ। তার আগে এই মুহূর্তে ভারতের ওডিআই দলের ফর্ম খুব একটা স্বস্তিজনক দেখাচ্ছে না। এই নিয়ে চিন্তিত অনেকেই। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপে চূড়ান্তভাবে হতাশ করেছে রোহিত শর্মার ভারতীয় দল। আগামী বছর দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপও যদি তারা জিততে না পারেন তাহলে রোহিত শর্মার নামের পাশে একটা বড় কলঙ্ক জুড়ে যাবে বলে অনেকে মনে করছেন।
এবার তার বিরুদ্ধে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ কাইফ। দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা রোহিত শর্মাকে তিনি এবার সরাসরি আক্রমণ করেছেন। তার অধিনায়ক হিসাবে নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন কাইফ। বাংলাদেশের বিরুদ্ধে এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
বুধবার ফের একবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত এবং বাংলাদেশ। এই ম্যাচে হারের অর্থ হবে ২০১৫ সালের পর ফের একবার বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ খোয়ানো। তার আগে রোহিতের উদ্দেশ্যে সরাসরি কাইফ বলেছেন, “আমাদের ভালো ব্যাটিং করতেই হবে, বিশেষ করে রোহিত শর্মাকে। অধিনায়ক হওয়ার পর থেকে তিনি নিজের সেরা ছন্দে নেই। গত এক বছরে তিনি ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে ভারতীয় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট এবং রোহিত দুজনকেই জ্বলে উঠতে হবে।”
রোহিতের দল নির্বাচন প্রসঙ্গেও মুখ খুলেছেন কাইফ। গত গেছে ভারতীয় জার্সিতে অভিষেক ঘটেছিল কুলদীপ সেনের। রাজস্থান রয়্যালসে খেলা এই পেসার দুটি উইকেট দিলেও নিজের পাঁচ ওভারে ৩৭ রান বিলিয়েছিলেন। এই প্রসঙ্গে কাইফ বলেছেন, “আপনি সিরিজের প্রথম ম্যাচেই যখন একজন তরুণ প্রতিভাকে সুযোগ দিয়েছেন তখন তার ওপর ভরসা রাখাটাও জরুরী। একটা ম্যাচে হারতে হয়েছে বলেই আপনি যদি দলে পরিবর্তন করেন এবং তাকে দল থেকে সরিয়ে ফেলেন তাহলে আপনাকে ভালো অধিনায়ক বলা যাবে কিনা সেই নিয়ে সন্দেহ থাকছে।”