2015 বিশ্বকাপের এক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মহম্মদ সামি। সামি জানালেন 2015 বিশ্বকাপ খেলার সময় তার হাঁটুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বিশ্বকাপ চলাকালীনই সামির হাঁটু ভেঙ্গে গিয়েছিল কিন্তু সেই ভাঙ্গা হাঁটু নিয়েই তিনি পুরো বিশ্বকাপ খেলে গিয়েছিলেন। সেই সময় সামির হাঁটুর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো যে হাঁটু থেকে প্রত্যেক দিন ফ্লুইড বের করতে হত ডাক্তারকে। সামি জানালেন সেই সময় আমাকে ভরসা যুগিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ইনস্টাগ্রামে লাইভ চ্যাটে এসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে আলাপচারিতা করার সময় সামি জানালেন 2015 সালে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার হাঁটু ভেঙ্গে গিয়েছিল। কিন্তু তারপরও তিনি খেলা চালিয়ে গিয়েছিলেন। সেই বিশ্বকাপে সাত ম্যাচ খেলে সামি সংগ্রহ করেছিল মোট সতেরোটি উইকেট। সেই বিশ্বকাপে সামির বোলিং গড় ছিল 17.29।
সামি জানালেন বিশ্বকাপের প্রথম ম্যাচে আমার হাঁটু ভেঙে গিয়েছিল, অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে হাঁটু ফুলে থায়ের সমান হয়ে গিয়েছিল। প্রত্যেকদিন অসহ্য যন্ত্রণা হত, সেই কারণে প্রত্যেক ম্যাচের আগে আমি তিনটে করে ওষুধ খেয়ে মাঠে নামতাম। সামি জানিয়েছেন ডাক্টর নীতিন প্যাটেল সেই সময় আমাকে সাহস জুগিয়েছিল এবং সেই সাহস নিয়েই আমি পুরো বিশ্বকাপ খেলা চালিয়ে গিয়েছিলাম। সামি জানিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও সেই সময় আমার পাশে দাঁড়িয়ে আমাকে উদ্বুদ্ধ করেছিল।