বাংলাহান্ট ডেস্ক: জাতিসংঘের বাইরে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস (Mohammad Yunus)। বাংলাদেশে গণআন্দোলনের ঢেউয়ে এক বছর আগে ক্ষমতার পরিবর্তন হলেও দেশের পরিস্থিতি এখনও অস্থির। বহু বিতর্ক ও চাপের পর অবশেষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু তাতেও প্রশমিত হয়নি ঘরে-বাইরে বিরোধিতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস শুক্রবার জাতিসংঘে ভাষণ দিতে গিয়েও তীব্র বিক্ষোভের মুখে পড়লেন।
মোহম্মদ ইউনূসকে পাকিস্তানি বলে তোপ (Mohammad Yunus)
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা। তাঁদের অভিযোগ, ইউনূস সরকারের সময় দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বেড়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দেন—“ইউনূস পাকিস্তানি, পাকিস্তানে ফিরে যান (Mohammad Yunus)।”
আরও পড়ুন:গৌতম আদানির মাস্টারস্ট্রোক! ডুবে যাওয়া সাহারার সম্পত্তি কিনতে প্রস্তুত ধনকুবের
ভিতরে জাতিসংঘের সাধারণ সভায় নিজের বক্তব্যে বাংলাদেশের উন্নতির খতিয়ান তুলে ধরেন ইউনূস (Mohammad Yunus)। তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি করেছে। বিশেষ করে প্রবাসী শ্রমিকরা দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাঁর দাবি, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা শুধু দেশের নয়, যে দেশগুলোতে তাঁরা কাজ করছেন, সেই দেশগুলিরও গুরুত্বপূর্ণ সম্পদ।
কিন্তু বাইরে ভিন্ন ছবি। বিক্ষোভকারীরা ইউনূস (Mohammad Yunus) সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, গণঅভ্যুত্থানের সময়ে নিরাপত্তা সংকট তৈরি করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তারপর থেকেই সংখ্যালঘুদের উপর হামলার মাত্রা ভয়াবহভাবে বেড়েছে। এক প্রতিবাদী বলেন, “আমরা অবৈধ ইউনুস সরকারের বিরোধিতা করছি। বাংলাদেশকে মৌলবাদের দিকে ঠেলে দিচ্ছেন তিনি।”
প্রদর্শনকারীরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আফগানিস্তানের তালিবান শাসনের সঙ্গে তুলনা করে দাবি করেন, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য সংখ্যালঘুরা চরমভাবে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে স্লোগান ওঠে (Mohammad Yunus)।
শুক্রবারের বিক্ষোভে আরও একটি বড় দাবি উঠে আসে—দ্রুত নির্বাচন আয়োজন করে বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠন করতে হবে। তাঁদের মতে, কেবলমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশকে মৌলবাদের দিক থেকে সরিয়ে আবার স্থিতিশীল পথে ফেরানো সম্ভব (Mohammad Yunus)।
জাতিসংঘের মঞ্চে ইউনূস (Mohammad Yunus) যদিও বাংলাদেশের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরেন, কিন্তু বাইরে চলা বিক্ষোভ প্রমাণ করে দিল, দেশের ভবিষ্যৎ নিয়ে এখনও প্রবল বিতর্ক এবং বিভাজন বজায় রয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এখন নজর গোটা বিশ্বের।