আবার বিয়ে করলেন নাকি! সিঁদুর পরা ছবি পোস্ট করতেই প্রশ্নের মুখে মহম্মদ শামির স্ত্রী

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান আবারও উঠে এলেন খবরের শিরোনামে। এবার তার একটু সিঁদুর পরিচিত ছবির কারনে তিনি শিরোনামে এসেছেন। তার এই ছবি দেখার পর ভক্তরা প্রশ্ন তুলছেন তিনি আবার বিয়ে করেছেন কিনা। অনেকেই মজা করে বলছেন সামির থেকে দূরত্ব বজায় রেখেই তিনি আরেকজন জীবনসঙ্গী বেছে নিতে চলেছেন। তবে হাসিন জাহান নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সেই ছবিতে কেন সিঁদুর লাগিয়েছিলেন তিনি সেটাও উল্লেখ করেননি তিনি।

প্রায় ৪ বছর আগে মহম্মদ শামি এবং তার স্ত্রী হাসিন জাহানের মধ্যে হওয়া বিবাদের এখনও সমাধান হয়নি। দুজনেই এখন একে অপরের থেকে আলাদাভাবে বসবাস করছেন। এদিকে হাসিনকে প্রায়ই ইশারায় সামিকে স্মরণ করতে দেখা যায়। সে তার নাম না নিয়ে পরোক্ষভাবে শামির প্রতি নিজের হৃদয়ের কথাও সোশ্যাল মিডিয়ায় থাকেন বলে মনে হয়েছে অনেকের।

ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি ২০১৪ সালে পেশায় মডেল হাসিন জাহানকে বিয়ে করেন। দুজনের একটি কন্যাসন্তানও আছে। গত বছর। তাদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝির পরে জানা যায় যে সামির স্ত্রী হাসিন জাহান আগে শেখ সাইফুদ্দিন নামে এক দোকানদারকে বিয়ে করেছিলেন। এরপর ২০১০ সালে দুজনেই আলাদা হয়ে যান। তবু তা শামির প্রেমে বাধা হয়নি একসময়।

সমিকে বিবাহের আগে হাসিন মডেল ছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন কলকাতা নাইট রাইডার্স দলের চিয়ার লিডার। এই সময় তাদের দুজনের দেখা হয় এবং দুজনেই একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। ১৭ ই জুলাই ২০১৫ সালে সামি হাসিনের কন্যার বাবাও হন। মহম্মদ শামির সঙ্গে বিবাদের জেরে দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে আলাদা থাকছেন হাসিন জাহান। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

X