বায়োপিকে নিজের চরিত্রে অভিনয় করুন হিমেশ, ‘তেরি মেরি’ গেয়ে ভিডিও বার্তায় আর্জি রানুর

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার দৌলতে যারা রাতারাতি খ‍্যাতির চূড়ায় উঠেছেন তাদের মধ‍্যে অন‍্যতম নাম রানু মণ্ডল (Ranu Mondal)। তিন চার বছর আগে আচমকাই নেটদুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল তাঁর গান। রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নগমা হ‍্যায়’ গেয়েছিলেন রানু। সেই গান সোশ‍্যাল মিডিয়া ঘুরে পৌঁছায় সোজা মুম্বই।

তারপর স্বপ্নের উড়ান। রানুর গান শুনে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং গায়ক সুরকার হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya)। গান গাওয়াতে চেয়েছিলেন নিজের ছবিতে। কথা রেখেওছিলেন। মুম্বই গিয়ে হিমেশের সুরে ‘তেরি মেরি কাহানি’ গেয়েছিলেন রানু। তারপরের ঘটনা তো সকলেই জানেন। সেবার পুজোয় ‘তেরি মেরি’র দাপট ছিল দেখার মতো।

Ranu Mandal 1
মুম্বইয়ে তারকা সুলভ জীবন যাপনের সুবিধা পেয়েছিলেন রানু। রিয়েলিটি শো তে মুখ দেখিয়েছিলেন। উজ্জ্বল দিন আসার সম্ভাবনাও ছিল। কিন্তু বিধি বাম! অনুরাগীদের সঙ্গে বিতর্কিত আচরণ করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন রানু। এখন তিনি রানাঘাটেই থাকেন। তবে তাঁর জীবন কাহিনিতে ছবি তৈরি করার রসদ খুঁজে পেয়েছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।

তৈরি হচ্ছে রানু মণ্ডলের বায়োপিক ‘মিস রানু মারিয়া’। রানুর ভূমিকায় অভিনেত্রী ঈশিকা দে এর লুক প্রকাশ‍্যে এসেছে। রানু নিজে গানও গেয়েছেন বায়োপিকে। কিন্তু তাঁর জীবনে অন‍্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যার, সেই হিমেশ রেশমিয়ার চরিত্রের জন‍্য এখনো অভিনেতা খুঁজে পাওয়া যায়নি।

Ranu mandol and himesh 660 1 1
যেহেতু হিমেশ নিজেও টুকটাক অভিনয় করেন, তাই পরিচালকের ইচ্ছা এই বায়োপিকে তাঁর নিজের ভূমিকায় নিজেই অভিনয় করুন গায়ক। রানু নিজেই একটি ভিডিও বার্তায় হিমেশের প্রতি আর্জি রেখেছেন। ভাইরাল ‘তেরি মেরি কাহানি’ গানটি আবারো গেয়ে রানুর আর্জি, এই গানটির মাধ‍্যমে হিমেশের সঙ্গে তাঁর সম্পর্ক। তাই তাঁর অনুরোধ হিমেশ এই ছবিতে নিজের চরিত্রে অভিনয় করুন।

https://www.facebook.com/100001928735578/posts/7297441140330105/

জানা যাচ্ছে, ভিডিওটি হিমেশ রেশমিয়াকে পাঠানো হয়েছে। তাঁর ব‍্যক্তিগত সহায়কের কাছেও অনুরোধ জানানো হয়েছে। এতদিন পরিচালকের আর্জিতে সাড়া দেননি হিমেশ। রানুর অনুরোধও কি তিনি ফিরিয়ে দেবেন? উত্তর পাওয়ার জন‍্য আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর