আরও ভালো খেলুক, আমার টাকার সমস্যা মিটবে! শামির বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক হাসিন জাহান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে ধারাবাহিক পারফর্মারের নাম হলো মহম্মদ শামি (Md. Shami)। চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) শুরুর দিকে তাকে খুব একটা সুযোগ দেয়নি রোহিত। কিন্তু হার্দিক পান্ডিয়া চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তার দলে আশা এবং মাত্র ৪ ম্যাচ খেলে তিনি ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন ১৬ টি উইকেট। কিন্তু এই নিয়ে কি বলছেন তার স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)।

প্রায় ৪ বছর আগে মহম্মদ শামি এবং তার স্ত্রী হাসিন জাহানের মধ্যে হওয়া বিবাদের এখনও সমাধান হয়নি। দুজনেই এখন একে অপরের থেকে আলাদাভাবে বসবাস করছেন। এদিকে হাসিনকে প্রায়ই ইশারায় শামিকে স্মরণ করতে দেখা যায়। সে তার নাম না নিয়ে পরোক্ষভাবে শামির প্রতি নিজের হৃদয়ের কথা বলছেন বলে অনেক সময় মনে হয়েছে অনেকের।

shami evil smile

মহম্মদ শামি এবং হাসিন জাহানের একটি মেয়েও রয়েছে, যে এখনও তার মায়ের সাথে থাকে। হাসান প্রায়ই তার ইনস্টাগ্রামে নিজের মেয়ের ছবি শেয়ার করেন। হাসিন জাহানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় এক লাখ ৬০ হাজার ফলোয়ার রয়েছে। তিনি প্রায়শই এখানে নিজের বিভিন্ন ছবি শেয়ার করেন।

আরও পড়ুন: কিভাবে থামানো যাবে বুমরা, কোহলিদের! জবাব দিলেন দুই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার

সম্প্রতি, শামির এই প্রাক্তন স্ত্রী হাসিন জাহান একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তাকে বিশ্বকাপে তার প্রাক্তন স্বামীর দুর্দান্ত পারফরম্যান্স সম্পর্কে মন্তব্য করতে বলা হয়েছিল। তিনি এই প্রশ্নের জবাবে বলেছেন, “আমি ক্রিকেট দেখি না, ক্রিকেটারদের ভক্তও নই। আমি খেলা বুঝতে পারি না। তাই তার পারফরম্যান্স সম্পর্কে আমি অবগত নই। কিন্তু ও যদি ভাল পারফরম্যান্স করে তাহলে সেই ঘটনা তাকে আরও বেশি উপার্জন করতে সাহায্য করবে। এই ব্যাপারটা আমার আর আমায় মেয়ের ভবিষ্যতকে সুরক্ষিত করবে। সুতরাং, এর চেয়ে ভাল খবর আর কিছু হতে পারে না।”

আরও পড়ুন: ক্রিকেটাররা নিজেদের জাত ভুলে ভারতীয় দলের হয়ে খেলুক! BCCI-এর কাছে বিস্ফোরক কংগ্রেস সাংসদ

তার এই মন্তব্য শুনে স্তম্ভিত হয়ে গিয়েছেন ক্রিকেট ভক্তরা। এক প্রকার তার জন্যই জীবনে প্রবল মানসিক অশান্তির সমস্যার সম্মুখীন হয়েছিলেন মহম্মদ শামি। আত্মহত্যার কথাও চিন্তা করেছিলেন ভারতীয় ফাস্ট বোলার। তার বিরুদ্ধে মামলা করে তাকে যথেচ্ছ হেনস্থা করেছেন হাসিন। তারপরও কি করে খোরপোশ বাবদ শামির কাছ থেকে তিনি অবহেলা এরকম ভাবে টাকা নেওয়ার কথা চিন্তা করে যাচ্ছেন সেই নিয়ে অনেকেই আশ্চর্য হয়েছেন। সকলের আরও খারাপ লেগেছে এই কথা ভেবে যে তিনি শামির উদ্দেশ্যে কোনও বার্তা দিতে চান কিনা সেই প্রশ্ন করলে তিনি বলেছেন, “আমি ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু শামিকে নয়।”

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর