বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র পাঁচটা দিন। তারপরেই নাগপুর থেকে আরম্ভ হয়ে যাবে চার ম্যাচের ভারত-বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। এই সিরিজে একটি ম্যাচ জিততে পারলেই অস্ট্রেলিয়ার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ (WTC) খেলা নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে ভারতীয় দল (Team India) এই সিরিজে একটির বেশি টেস্ট ম্যাচ হারলে তাদের পক্ষে নিজেদের খেলার ফলাফলের ভিত্তিতে আর টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করা সম্ভব হবে না। তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ম্যাচের দিকে। এর থেকেই বোঝা যায় যে আসন্ন বোর্ডের গাভাস্কার ট্রফিতে (Border-Gavaskar Trophy) কোন পক্ষই একে অপরকে এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না।
সিরিজে স্পিনাররা যে বড় ভূমিকা নেবেন তা সকলেই জানেন। তার মানে এই নয় যে পেসারদের গুরুত্ব একেবারেই থাকবে না। ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার সময় পেসারদের রিভার্স সুইং করানোর ক্ষমতা যে কোন ব্যাটারের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। দুই পক্ষই যে একে অপরের বিরুদ্ধে নিজের পেসারদের এই অস্ত্র কাজে লাগানোর ক্ষমতার উপর বিশ্বাস রাখবেন তাতে কোন সন্দেহ নেই।
কিন্তু এই গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে ভারতের দুই পেসারকে নিয়ে বিতর্ক আরম্ভ হয়েছে। যে দুজন প্রেসার কে নিয়ে বিতর্ক আরম্ভ হয়েছে তারা হলেন মহম্মদ সিরাজ এবং উমরান মালিক। উমরান এখনো ভারতের টেস্ট স্কোয়াডের অংশ নন কিন্তু সিরাজ আসন্ন সিরিজে ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দেবেন বলে মনে করছেন অনেকে। এবার শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন তাদের হোটেলে প্রবেশ করার একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ওই ভিডিওতে দেখা গিয়েছে যে হোটেলে প্রবেশ কালে হোটেলের কর্মীরা প্রত্যেক ভারতীয় দলের সদস্যের কপালে তিলক পরিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন। কিন্তু প্রথমে সিরাজ এবং পরে উমরান সহ কয়েকজন ওই তিলক কপালে লাগাতে অস্বীকার করেন। এতে একটা বিশেষ অংশের ভারতীয় সমর্থকদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তারা, এমনটা অভিযোগ উঠেছে।
मोहम्मद सिराज और उमरान मलिक ने स्वागत में माथे पर टीका नहीं लगवाया। वह पाकिस्तान नही हिंदुस्थानी टीम के खिलाडी हैं। अंतरराष्ट्रीय क्रिकेटर बनने के बाद भी वह अपने धर्म के प्रति कट्टर हैं। #Jago
pic.twitter.com/1sYHVlTJl1— Suresh Chavhanke “Sudarshan News” (@SureshChavhanke) February 3, 2023
যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভালো করেই জানেন যে এমন বিতর্ক একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে প্লেয়ারদের মনোঃসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট। তাছাড়া উনারা দুজন ছাড়াও আরও কিছু দলীয় সদস্য এই টিকা লাগাননি কপালে। এই নিয়ে অযথা বিতর্ক বাড়তে দেওয়াটা যে শোভনীয় হয়, সেটাও জানে টিম ম্যানেজমেন্ট।সিরাজ এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে বিশ্বের সেরা বোলার। তিনি কেন এমন আচরণ করেছেন সেই সম্পর্কে প্রকাশ্য কোন ধারনা পাওয়া যায়নি? তবে ভারতীয় দল চাইবে না যে গুরুত্বপূর্ণ সিরিজের আগে এইরকম কোন ভিডিওর জন্য তার খেলায় কোন প্রভাব পড়ুক।