বাংলা হান্ট ডেস্কঃ ‘গোটা বিশ্বের জন্য ভারতকে একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার প্রয়োজন হয়ে পড়েছে এবং আমাদের সঙ্ঘ সেই কাজই করে চলেছে’, সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগদান করে লক্ষ্যের কথা তুলে ধরলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। দিল্লির (Delhi) একটি অনুষ্ঠানে যোগদান করে আরএসএস স্বেচ্ছাসেবকদের ‘প্রাথমিক লক্ষ্য’ তুলে ধরেন তিনি। পরবর্তীতে ভাগবত জানান, “গোটা বিশ্বের জন্য ভারত যাতে একটি আদর্শ সমাজ হিসেবে নিজেদের তুলে ধরতে পারে, সেটাই বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।”
সম্প্রতি, আরএসএস প্রধানের কথায় উঠে আসে ‘আদর্শ’ সমাজ গড়ে তোলার প্রসঙ্গ। তিনি বলেন, “সমাজ গড়ে তোলার লক্ষ্যে যখন একটি সংকল্প নিয়ে অগ্রসর হওয়া যায়, তখন প্রকৃতপক্ষে তা আদর্শতার পথে চলে। সংযোগের মাধ্যমে মানুষকে একত্রিত করার মাধ্যমে কখনোই সমাজ গড়ে ওঠে না। আদর্শ সমাজ সৃষ্টির পেছনে একটি সম্মানজনক উদ্দেশ্য থাকা উচিত।”
তিনি আরো জানান, “আমাদের দেশের স্বাধীনতার জন্য সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের জীবন ত্যাগ করেছিলেন। সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের অবদান এবং ত্যাগের মাধ্যমে পরবর্তীতে দেশ স্বাধীনতার স্বাদ পায়। আমাদেরকেও তাদের সেই সংগ্রামকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজ কখনোই কারোর ব্যক্তিগত বিষয় হতে পারে না। একে অপরের জন্য ত্যাগ এবং অবদান রাখার মাধ্যমে গড়ে ওঠে একটি আদর্শ সমাজ।”
পরবর্তীতে সঙ্ঘেরর লোকেদের লক্ষ্য স্থির করে দিয়ে ভাগবত জানান, “আমাদের সঙ্ঘের স্বয়ংসেবকরা কখনো নিজের স্বার্থ দেখে না। তারা সব সময় সমাজের জন্য কাজ করতে থাকে এবং পরবর্তী সময়েও আমাদের লক্ষ্য হবে, সমাজের জন্য কাজ করে চলা। এ ক্ষেত্রে ‘আমি এবং আমার’ মনোভাবের ঊর্ধ্বে উঠে সকলের জন্য ভাবনা নিজেদের মধ্যে আনতে পারলে তবেই বিশ্বের সামনে আমরা উদাহরণ গড়ে তুলতে সক্ষম হব।”
প্রসঙ্গত, অতীতেও একাধিকবার গোটা বিশ্বের সামনে ভারতকে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়ে মন্তব্য প্রকাশ করেন মোহন ভাগবত। সম্প্রতি, দিল্লির অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তিনি ফের সেই অস্ত্রেই একবার শান দিলেন।