ঘরের মাঠে প্রথম জয়ের লক্ষ্যে আজকে জর্জের বিরুদ্ধে নামছে মোহনবাগান।

এই সিজনের কলকাতা লিগে মোহনবাগান এখনো পর্যন্ত ঘরের মাঠে একটাও জয় পায়নি। আর তাই রবিবার মোহনবাগান সেই লক্ষ্যে নামতে চলেছে। তবে রবিবারের ম্যাচে মোহনবাগানকে মুখোমুখি হতে হবে এবারের কলকাতা লীগের অন্যতম শক্তিশালী দল জর্জ টেলিগ্রাফ এর বিরুদ্ধে। তবে মোহনবাগান কোচ কিবু ভিকুনার এই নিয়ে একদমই চিন্তিত নন, উনি বলেছেন যে কলকাতা লীগের মতো একটা লিগে খেলতে এলে সেখানে যে প্রতিটা দলই শক্তিশালী হবে সেটাই স্বাভাবিক। এছাড়াও তিনি জানান যে আমি কলকাতা লিগের প্রত্যেকটা দলের খেলা দেখেছি এবং এবারের লিগে প্রতিটি দলই নিজেদের দারুন শক্তিশালী করে সাজিয়েছে। তাই লড়াইটা কঠিন হলেও তিনি যে চিন্তিত নন সেটাই তিনি পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন উনার কথায়। জর্জ টেলিগ্রাফ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ইনজুরি টাইমের মাথায় গোল করেছিল তাই এই ম্যাচে জর্জ টেলিগ্রাফ যে মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেবে সেটা ভালোভাবেই জানেন মোহন কোচ।

সেই সাথে মোহনবাগান কোচ কিভু জানিয়েছেন যে আমরাও তৈরি হয়েই মাঠে নামব। আমাদের ছেলেরাও খুব ভালো ভাবে প্র্যাকটিস করে মাঠে নামবে। কার্ড সমস্যা থাকার কারণে মোহনবাগানের রোমারিও জেজুরাজ এই ম্যাচে মাঠে নামবেন না তার পরিবর্তে মাঠে নামতে চলেছেন সুহের।

IMG 20190908 123625

মোহনবাগান কোচ কিবু ভিকুনাকে এই ম্যাচের টিম কেমন হবে সেই নিয়ে প্রশ্ন করাতে উনি বলেন যে আমি পুরো টিম এখনই জানাতে রাজি নয়। তবে প্রতিটা ম্যাচেই যেমন চলছে তেমনি এই ম্যাচেও বেশ কয়েকটি পরিবর্তন দেখা যাবে, অর্থাৎ তিনি যে প্রতিটি ম্যাচেই দলের খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন সেটা তার কথায় পরিষ্কার। এছাড়াও এই মুহূর্তে টানা বৃষ্টির কারণে মোহনবাগান মাঠের পরিস্থিতি খুব একটা ভালো নয় তবে মোহনবাগান কোচ এই ব্যাপারে কোন রকম অভিযোগ করেনি। বরং তিনি বলেছেন যে ঘরের মাঠে ফিরতে পেরে আমি এবং আমাদের প্রত্যেকটা খেলোয়াড় সহ দলের সাপোর্টাররা খুবই খুশি। কারণ তারা এবার ম্যাচ গুলি নিজেদের ঘরের মাঠে বসে দেখবেন।

মোহনবাগান কোচের কথায় পরিষ্কার বোঝা গেছে যে আজকের ম্যাচে মোহনবাগান তিন পয়েন্টের লক্ষ্যেই নামবে। সেই সাথে গোল পার্থক্য বেশ কিছুটা বাড়িয়ে নিতে চাই মোহনবাগান কোচ। অপরদিকে জর্জ টেলিগ্রাফ কোচ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছে তিনি ঘর বাঁচিয়েই অ্যাটাক করবেন অর্থাৎ তিনি যে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকবেন সেটা বলাই বাহুল্য।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর