বাংলা হান্ট ডেস্ক : ফের একবার নাশকতার শিকার বাংলাদেশ (Bangladesh)। গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস (Mohanganj Express) ট্রেন। জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ঘটে যাওয়া এই ঘটনায় ১ জন যাত্রী নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার রাতের এই ঘটনার পর বন্ধ হয়ে আছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।
ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তিনি পৌঁছে যান ঘটনাস্থলে। সবকিছু সরেজমিনে তদন্ত করে দেখার পর তিনি জানান, এই দুর্ঘটনা ইচ্ছাকৃত ভাবে ঘটানো হয়েছে। কেউ বা কারা রেলপথের একটি অংশ কেটে রেখেছিল।
এরপর ট্রেন সেই স্থানে পৌঁছালে ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় নিহত ১ এবং আহত হয়েছেন ১০ জন বলে খবর। সূত্রের খবর, নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫)। প্রাথমিক তদন্তের পর রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনা ইচ্ছাকৃতভাবেই ঘটানো হয়েছে।
আরও পড়ুন : ফের রক্তাক্ত পাকিস্তান, সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা, মৃত অন্তত ২৩, এখনও চলছে শুটআউট
এলাকাবাসীরা জানাচ্ছে, যাত্রীবাহী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরের দিকে যাচ্ছিল। এবার গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝে রেল ট্র্যাক কেটে রেখে যায় দুষ্কৃতিরা। এরপর গতকাল ভোর ৪ টের দিকে লাইনচ্যুত হয় ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।