কাশ্মীরে গিয়ে খারাপ আবহাওয়ার মধ্যেও রিয়েল কাশ্মীর কে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছিল মোহনবাগান। তারপর ঘরের মাঠে ইন্ডিয়ান আরোজকে হারালো। এই নিয়ে টানা চার ম্যাচ জিতে আইলীগের লিগ টেবিলের শীর্ষে চলে গেল কিবু ভিকুনার মোহনবাগান। গতকাল কল্যানীতে ড্যানিয়েল সাইরাসের দুরন্ত গোলে ইন্ডিয়ান আরোজকে হারিয়ে চার্চিল ব্রাদার্সকে টপকে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান।
কাশ্মীরে কঠিন পরিস্থিতিতে জিতে নিজেদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিয়েছিল বেইতিয়ারা। এইদিন খেলা শুরু থেকেই দারুন ছন্দে দেখা যাচ্ছিল ফ্রান গঞ্জলেশদের। ম্যাচের রাশ পুরোপুরি ভাবে নিজেদের দলকে রাখে বাবা দিওয়ারারা। খেলা শুরুর 18 মিনিটের মধ্যেই ড্যানিয়েল সাইরাস দুরন্ত গোল করে এগিয়ে দেয় মোহনবাগানকে। তার কিছুক্ষণ পরেই ফের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ চলে এসেছিল মোহনবাগানের কাছে কিন্তু সুহেরের শর্ট দক্ষতার সাথে বাঁচিয়ে দেন আরোজ গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বিপক্ষ দলের ডিফেন্সে চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান বিগ্রেড। কিন্তু বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করায় আর গোল সংখ্যা বাড়াতে পারে নি মোহনবাগান। এরমধ্যে অফসাইডের জন্য বাবা দিওয়ারার একটা গোল বাতিল করে দেয় রেফারি। এছাড়াও প্রথমার্থের তুলনায় দ্বিতীয়ার্ধে কিছুটা স্বাচ্ছন্দ্যময় ফুটবল খেলেন ইন্ডিয়ান আরোজ। তারাও বেশ কিছু কাউন্টার আক্রমণ করে কিন্তু গোলের দরজা খুলতে পারে নি। এই ম্যাচ জিতে এই মুহূর্তে ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে সবার উপরে কিবু ভিকুনার মোহনবাগান দল। ম্যাচ শেষে ড্যানিয়েল সাইরাস বলেন এটাই আমার জীবনের সেরা গোল।