লাইভ পারফরম্যান্সে বিপত্তি! স্টেজে পড়ে গেলেন গায়ক, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

Published on:

Published on:

Mohit Chauhan bollywood singer falls while singing viral video
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভোপালে শো করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার জনপ্রিয় বলিউড গায়ক মোহিত চৌহান (Mohit Chauhan)। গান গাইতে গাইতে মঞ্চের উপর হুমড়ি খেয়ে পড়েন তিনি। আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সমাজ মাধ্যমে। যদিও তাকে পড়তে যেতে দেখি তার দল ও অন্যান্য সদস্যরা ছুটে আসেন তাকে উদ্ধার করতে। তবে সূত্রের খবর আপাতত সুস্থই রয়েছেন এই গায়ক। বড় কোন চোট লাগেনি তার। [তবে সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।]

গান গাইতে গাইতে হোঁচট! পড়ে গেলেন বলিউড গায়ক, ভাইরাল ভিডিও (Mohit Chauhan)

শনিবার ভোপাল এএমসে একটু শো করতে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক মোহিত চোহান (Mohit Chauhan)। তার গানে সুরে ভরে উঠেছে চারিদিক। পাশাপাশি মঞ্চে গান গাওয়ার সময় শিল্পী ছিলেন মোহিত। পাশে কি রয়েছে তা না দেখে মঞ্চের একদিক থেকে আর একদিকে দর্শকের দিকে এগোনোর পথে ঘটে দুর্ঘটনা। মঞ্চেই ছিল আলোর স্ট্যান্ডের একটি অংশ। তাতেই পা আটকে কার্যত মুখ থুবড়ে পড়েন শিল্পী। যদিও সঙ্গে সঙ্গে ছুটে আসেন তার দলের অন্যান্য সদস্যরা। পাশাপাশি তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

Mohit Chauhan bollywood singer falls while singing viral video

আরও পড়ুন: বিনিয়োগে জাদু! নিয়মিত মাসিক SIP-এ ১ কোটি পেতে কত টাকা প্রয়োজন? দেখে নিন হিসেব

শনিবার মোহিত চৌহানের ভোপালের কনসার্টের এই দুর্ঘটনার ভিডিওটি ‘এমডিনিয়াজ়১২৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, গায়ক মোহিত চৌহান মঞ্চে গান গাইছেন। মাইক হাতে গান করতে করতে মঞ্চের সামনে এগিয়ে যাচ্ছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Mohammed niyaz (@mdniyaz194)

তখন তিনি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ ছবির ‘নাদান পরিন্দে’ গানটি গাইছিলেন মোহিত। মঞ্চ তখন স্নিগ্ধ আলোয় ভেসে যাচ্ছে। মোহিতের সঙ্গে গলা মেলাচ্ছেন কনসার্টে উপস্থিত দর্শক। তার মধ্যেই হঠাৎ মঞ্চে ঘটল অঘটন। গান গাইতে গাইতে মঞ্চে কোন সময় সেখানে রাখা আলোয় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যান বলিউড গায়ক।

ঘটনাটি এতটাই আকস্মিকভাবে ঘটেছে যে, দর্শকেরাও টের পাননি। পড়ে গিয়ে মোহিতের গান থেমে গেল দর্শকেরা গান গেয়ে চলছিলেন। গায়কের পড়ে যাওয়া দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন অনুষ্ঠানে অন্যান্য সহকর্মীরা ও আয়োজকেরা। তাড়াতাড়ি তাকে হাত ধরে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, পড়ে গিয়ে মোহিত চৌহানের (Mohit Chauhan) সেই ভাবে কোন চোট লাগেনি বলেই জানা গিয়েছে। কিছুক্ষণ পর তিনি আবার মঞ্চে ফেরেন। যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত গায়কের তরফ থেকে কিছু জানা যায়নি। তবে সমাজ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি দেখে যথারীতি উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুগামীরা।