বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইএসএলের (Indian Super League) প্রথম ম্যাচের আগে বড় জয় পেল মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)। ডুরান্ডের ফাইনাল জিতে তারা সমর্থকদের যে আনন্দ দিয়েছিল, আজ সেই আনন্দ লিগের প্রথম ম্যাচে নামার আগে এএফসি কাপে শক্তিশালী ওড়িশা এফসি-কে হারিয়ে বজায় রাখলো জুয়ান ফেরান্দোর ছেলেরা।
তবে প্রথমার্ধে বেশ পাল্লা দিয়েই লড়েছিল ওড়িশা। প্রথম ৪৫ মিনিট কোনও দলই গোল পায়নি। ম্যাচের ৪২ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন ওড়িশার তারকা ডিফেন্ডার মোর্তাদা ফল। সেখানেই ম্যাচের ভবিষ্যৎ কি হতে চলেছে তার আন্দাজ পাওয়া গিয়েছিল।
এরপর দ্বিতীয়ার্ধে গুনে গুনে ৪ টি গোল হজম করে সের্জিও লোবেরার দল। ৪৬ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মোহনবাগানের নতুন তারকা সাহাল আব্দুল সামাদ। ৬৭ ও ৮২ মিনিটে জোড়া গোল করেন ডুরান্ড ফাইনালের হিরো দিমিত্রি পেট্রাটোস। এছাড়া ৭৯ মিনিটে ম্যাচের আরেকটি গোল করেছিলেন লিস্টন কোলাসো।
মরশুমের প্রথম ম্যাচ বেশ খুশি করেছে মোহনবাগান ভক্তদের। আইএসএলের পাশাপাশি এবার লিগশিল্ড জয়ের স্বপ্নও দেখছেন সমর্থকরা। হ্যামিল রক্ষণে ভরসা দেওয়ার পাশাপাশি আক্রমণে উঠেছেন। নবাগত হেক্টর উৎসের পারফরম্যান্স নজরকাড়া। গোলরক্ষক বিশাল কাইথকে একটিও বিপজ্জনক সেভ করতে হয়নি যে ব্যাপারটা আনন্দ দিচ্ছে ভক্তদের।
আরও পড়ুন: সুনীলদের হতাশা বাড়লো, ভাঙাচোরা দল নিয়ে এশিয়ান গেমসে চীনের বিরুদ্ধে বড় হার ভারতের!
আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে নবাগত রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির মুখোমুখি হবে সবুজ মেরুন শিবির। আশা করা যায় ঘরের মাঠে আয়োজিত হওয়া সেই ম্যাচেও বড় জয় পাবে মোহনবাগান। এরপর বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলে এফসি কাপে মাজিয়ার বিরুদ্ধে নামবে তারা। তার আগে এই দুর্দান্ত জয়টি তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।