বাংলা হান্ট ডেস্ক : জমে ওঠেছে ISL। শেষমেষ কেরলকে হারিয়ে প্লে অফে ওঠার আশায় রয়েছে লাল হলুদ শিবিরের। অর্থাৎ ক্ষীণ আশা জেগেছে ইস্টবেঙ্গলের (East Bengal)। আবার সবুজ মেরুণরা চেন্নাইয়িন এফসি-র কাছে যুবভারতীতে হেরেছে ঠিকই কিন্তু নতুন করে জয়ের লড়াইতে নামছে মোহনবাগান (Mohun Bagan)। আগামী ৬ তারিখ দিল্লির মাঠে প্রতিযোগিতা চলবে মোহনবাগান এবং পাঞ্জাব এফসির মধ্যে।
পাঞ্জাবের সাথে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে আগামী ১০ এপ্রিল। কিন্তু তার আগে সমস্যা বেঁধেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে। দুই ম্যাচ নিয়েই বড় সমস্যা তৈরি হয়েছে। আসলে দিল্লি স্টেডিয়ামে মজুদ নেই যথেষ্ট পরিমাণে অগ্নিনির্বাপক ব্যবস্থা। আর তার ফলেই ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়। অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচ হবে কিনা সেই নিয়ে বেশ সমস্যা রয়েছে।
তবে শেষ অবধি দিল্লির মাঠে আয়োজন হবে খেলার। না না করলেও মিলেছে অনুমতি। কিন্তু খেলা হবে দর্শকশুন্য স্টেডিয়ামে। অর্থাৎ দুই ম্যাচেই মাঠে থাকবেনা কোনো দর্শক। এদিকে আইএসএলে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ রয়েছে ৬ তারিখ। শিল্ড জিততে হলে ওই ম্যাচ জিততেই হবে মোহনবাগানকে। উল্টো দিকে একই অবস্থা পাঞ্জাবের।
আরও পড়ুন : IPL-র মরশুমে দুঃসংবাদ! মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত তারকা ক্রিকেটার, শোকস্তব্ধ ভক্তরা
দিল্লির মাঠে খেলা হলেও খেলতে হবে দর্শকশুন্য মাঠে। একই অবস্থা ১০ তারিখের ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব ম্যাচের ক্ষেত্রেও। উল্লেখ্য যে, আইএসএলে এই মুহূর্তে ৩ নাম্বারে রয়েছে মোহনবাগান। তারা ১৯ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট পেয়েছে। ইস্টবেঙ্গল মোট ২০টি ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে আসতে পেরেছে। লীগের শীর্ষে রয়েছে মুম্বই, তারা ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট পেয়েছে। এখন দেখার দর্শকশুন্য স্টেডিয়ামে কেমন খেলে দুই দল।