সৌদি চাইছেনা পাকিস্তানের শ্রমিক! অসহায় অবস্থা পড়শি দেশের, ভারতের কাছে হেরে যাওয়ার ভয় পাক বিশেষজ্ঞের

বাংলা হান্ট ডেস্ক: পড়শি দেশ পাকিস্তানের (Pakistan) অর্থনীতির ক্রমাগত অবনতি ঘটছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্ক পাকিস্তানকে সতর্ক করেছে যে, সেখানকার এক কোটি মানুষ দারিদ্রসীমার নিচে পৌঁছতে পারেন। এমতাবস্থায়, বর্তমানে পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার চরমে রয়েছে এবং কোনো শিল্পই কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না।

এমন পরিস্থিতিতে, বিদেশে কর্মরত পাকিস্তানিদের পাঠানো অর্থই পাকিস্তানের অর্থনীতিতে প্রাণ দিতে পারে। তবে এই ক্ষেত্রেও পাকিস্তানকে সমস্যায় পড়তে হচ্ছে। আসলে, পাকিস্তানের বহু মানুষ উপসাগরীয় দেশগুলিতে শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু, এখন সেখানেও দিয়েছে সমস্যা। মূলত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী পাকিস্তানি শ্রমিকদের চাইছেনা।

Saudi Arabia does not want Pakistani workers.

এর সবচেয়ে বড় কারণ হল, পাকিস্তানের জনগণের দক্ষতা নেই। এমনকি, পাকিস্তানিরাও এটা মেনে নিচ্ছে। এই প্রসঙ্গে পাকিস্তানের বিশ্লেষক ইমতিয়াজ গুল এই বিষয়ে রিক্রুটিং এজেন্সি জান মোহাম্মদ অ্যান্ড সন্সের ইসম বেগের সঙ্গে কথা বলেন। যেখানে বেগ জানান যে, পাকিস্তানের এই সময়ে বিদেশ থেকে অর্থের খুব প্রয়োজন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে পাকিস্তানিদের প্রয়োজন। কিন্তু তাদের কোনো প্রশিক্ষণ নেই। যার কারণে তারা শ্রমিক হিসেবেই থেকে যায়।

আরও পড়ুন: উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী! মুসলিম দেশে রেকর্ড হিন্দু মন্দিরের, ২৭ দিনে দর্শন করলেন ৩.৫ লক্ষ মানুষ

পাকিস্তানিদের প্রশিক্ষণ দরকার: বেগ আরও বলেন, পাকিস্তানিদের চিকিৎসা বা হসপিটালিটি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হলে তারা অন্য ধরণের চাকরি পেতে পারে। তিনি জানান, “সৌদি আরব পাকিস্তানিদের চায় না। সরকারের এই দিকে সর্বোচ্চ নজর দেওয়া উচিত। কারণ শ্রমিক ছাড়া আমাদের আর কি আছে?” তিনি আরও বলেন, পাকিস্তানের জন্য এটা খুবই কঠিন কারণ সৌদি আরব আফ্রিকার বাজার খুলে দিয়েছে এবং সেখানকার শ্রমিকরা এখন তাদের জায়গা নিচ্ছে।

আরও পড়ুন: পাত্তা পাবে না তেলের ভাণ্ডার! এতদিনে আসল “গুপ্তধন” খুঁজে পেল সৌদি আরব, যুবরাজের সৌজন্যে গড়ল নজির

ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না: তিনি আরও বলেন, “আমরা ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না। ভারতীয়দের পদ্ধতি এবং তাদের প্রশিক্ষণ ভিন্ন।” তাঁর মতে, ফিলিপিন্স সরকার তাদের সব কর্মীকে প্রশিক্ষণের পর পাঠায়। প্রশিক্ষণের অভাবের কারণে সংযুক্ত আরব আমিরশাহী গত বছর কোনো নোটিশ ছাড়াই অদক্ষ পাকিস্তানিদের ভিসা নিষিদ্ধ করেছিল। এটি পাকিস্তানের জন্য একটি বড় সমস্যা। পাকিস্তান ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রমোটার্স অ্যাসোসিয়েশন বলেছিল যে কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর