এটিকে মোহনবাগানের খেলায় ক্ষুব্ধ মোহনবাগান কর্তারা! নেওয়া হলো এই পদক্ষেপ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমে আইএসএলে (ISL 2022/23) একেবারেই ছন্দে নেই বঙ্গের দুই ক্লাব এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল (East Bengal)। ইস্টবেঙ্গলের সমর্থকরা অবশ্য ভালো কিছু আশা করেননি। তারা লিগ টেবিলে ভদ্রস্থ একটি জায়গায় শেষ করতে চেয়েছিলেন কিন্তু এখন যা মনে হচ্ছে তাতে প্রায় নিশ্চিত হয়েই বলা যায় যে আরও এক মরশুম সমর্থকদের স্বপ্নভঙ্গ হতে চলেছে। কিন্তু এটিকে মোহনবাগানের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম।

দীর্ঘদিন ধরে তারা এই মরশুম শুরুর প্রস্তুতি নিয়েছেন। কোচের পছন্দমত বিদেশি ফুটবলার আনা হয়েছিল। গুণগত মানের দিক দিয়ে বেশ কিছু উঁচু পর্যায়ের ভারতীয় ফুটবলের কেউ সই করিয়েছিলেন এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তা সত্ত্বেও লিগ টেবিলের শীর্ষে থাকা দুই দল, মুম্বাই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসির থেকে বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছে সবুজ মেরুন শিবির।

AtK mohun bagan draw

এবার তাদের এই পারফরম্যান্সে হতাশ হয়ে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে চিঠি লিখলো মোহনবাগান এক্সিকিউটিভ কমিটি। ব্যাপারটা শুনতে একটু আশ্চর্য শোনালেও এমনটাই ঘটেছে। যাদের চিঠিতে দল গঠন এবং কোচের পরিকল্পনায় বেশ কিছু খামতি তুলে ধরেছেন তারা। এত তাড়াতাড়ি লিগ-শিল্ডের দৌড় থেকে ছিটকে পড়ে হতাশ দেবাশীষ দত্তরা।

গত মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠক শেষে বাগানের উচিত দেবাশীষ দত্ত সংবাদ মাধ্যমের সামনে জানান যে বেশ কিছু প্রাক্তন সবুজ মেরুন ফুটবলার দলের খেলায় একেবারেই খুশি নন। তারা মনে করছেন যে এই এটিকে মোহনবাগান দলে অভিজ্ঞতার বড় রকমের অভাব রয়েছে। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এর সঙ্গে মোহনবাগান এক্সিকিউটিভ কমিটির কোনও বিরোধ নেই, তারা শুধু নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করতেই এই চিঠি পাঠিয়েছেন।

এই মুহূর্তে ১৪ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসি থেকে ১৫ পয়েন্টে পিছিয়ে তারা। মাঝে দুর্গা পুজোর আগেই এটিকে মোহনবাগানের সামনে থেকে এটিকে উঠে যাওয়ার জল্পনা উঠেছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এই মরশুমে তার সম্ভব হবে বলে মনে হচ্ছে না


Reetabrata Deb

সম্পর্কিত খবর