ঝড় তুলবে সবুজ-মেরুন! মুম্বাইয়ের কাছ থেকে মেলবোর্ন সিটির তারকাকে ছিনিয়ে নিল মোহনবাগান

বাংলা হান্ট ডেস্ক: আগামী শনিবার সম্পন্ন হতে চলেছে ISL (Indian Super League) ফাইনাল। যেখানে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giant)। যার পরিপ্রেক্ষিতে এখন অনুরাগীদের মধ্যে চরম উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। যদিও ঠিক এই আবহই একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, আগামী মরশুমে বড় চমক আনতে চলেছে মোহনবাগান। ইতিমধ্যেই, জল্পনা শুরু হয়েছিল যে, নতুন মরশুমে মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যেতে পারে মেলবোর্ন সিটির (Melbourne City FC) তারকা জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren)।

এমতাবস্থায়, এই জল্পনার অবসান ঘটিয়ে কার্যত এই সংবাদে সিলমোহর পড়ল। গত বুধবার সূত্রের তরফে জানা গিয়েছিল, এই তারকা খেলোয়াড়ের সঙ্গে মোহনবাগান কর্তাদের আলোচনা অনেকটাই এগিয়ে গিয়েছে। শুধু তাই নয় অস্ট্রেলিয়া লিগের এই গোলমেশিন মোহনবাগানে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তারপরেই জানা গিয়েছে, সবুজ-মেরুনের সাথে যুক্ত হয়েছেন জেমি ম্যাকলারেন।

Mohun Bagan snatched the Melbourne City star from Mumbai.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, দু’বছরের জন্য তাঁর সাথে বিশাল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছিল মোহনবাগান। সেক্ষেত্রে ২.৮ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় বলেও জানা গিয়েছে। এদিকে, এই তারকা ফুটবলারকে নেওয়ার জন্য মুম্বই সিটি এফসি মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বাজিমাত করল মোহনবাগান।

আরও পড়ুন: বড় আশা ছিল, কিন্তু হল না! বিশ্বকাপে সুযোগ না পেতেই দীর্ঘশ্বাস রিঙ্কুর বাবার, জানালেন….

প্রসঙ্গত উল্লেখ্য, জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম একজন হিসেবে বিবেচিত হন। তিনি একজন সফল গোল স্কোরার এবং যেই ক্লাবের হয়ে খেলেছেন সেখানেই তিনি সফল হয়েছেন। ২০১৯ সালে তিনি মেলবোর্ন সিটি এফসির সাথে চুক্তিবদ্ধ হন। যেখানে তিনি তাঁর প্রথম মরশুমে ২২ টি গোল করে গোল্ডেন বুট জিতে নেন। পাশাপাশি, মেলবোর্ন সিটি এফসির হয়ে টানা তিনটি এ-লিগ শিরোপা জিতেছেন তিনি।

আরও পড়ুন: লোকসভা ভোটের আবহেই প্রধানমন্ত্রীর গ্রেফতারের দাবিতে তোলপাড় দেশ! কি এমন করলেন মোদী?

এই খেলোয়াড় উভয় পা দিয়েই অত্যন্ত ভালো খেলতে পারেন। যার ফলে মোহনবাগানের মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি। এদিকে, ম্যাকলারেনের পাশাপাশি মোহনবাগান কর্তারা জিকসন সিং এবং চাংতের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরের মরশুমে এই দুই ভারতীয় তারকাকেও সবুজ-মেরুন জার্সিতে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর