দীপাবলির সবথেকে বড় উপহার! দীর্ঘ ২২ বছর পর IFA শিল্ড জিতল মোহনবাগান

Published on:

Published on:

Mohun Bagan wins IFA Shield Final 2025.

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর ফের তৈরি হল ইতিহাস। ২০০৩ সালে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে IFA শিল্ড জিতেছিল মোহনবাগান। ২২ বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল (IFA Shield Final 2025)। নির্ধারিত সময়ে ফলাফল ১-১ থাকায় খেলা গড়িয়েছিল এক্সট্রা টাইমে। সেখানেও ফলাফল সামনে না আসায় দ্বারস্থ হতে হয় টাইব্রেকারের। আর সেইখানেই ৫-৪ গোলে জয় হাসিল করে মোহনবাগান।

দীর্ঘ ২২ বছর পর IFA শিল্ড (IFA Shield Final 2025) জিতল মোহনবাগান:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি মরসুমে IFA শিল্ডের ফাইনাল (IFA Shield Final 2025) ছিল তৃতীয় ডার্বি। যেখানে আগের ২ টো ডার্বিতে ইস্টবেঙ্গল জিতলেও তৃতীয় ম্যাচে বাজিমাত করল মোহনবাগান। এদিকে, ২০১৮ সালে যুব দলের ডার্বিতে শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। যেখানে ট্রফি জেতে লাল-হলুদ শিবির। ওটাই এখনও পর্যন্ত লাল-হলুদের শেষ IFA শিল্ড হিসেবে বিবেচিত হচ্ছে। সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, ইস্টবেঙ্গল ২৯ বার IFA শিল্ড জিতেছে। অন্যদিকে মোহনবাগান জিতেছে ২১ বার।

Mohun Bagan wins IFA Shield Final 2025.

এদিকে, শনিবারের ম্যাচে (IFA Shield Final 2025) কিন্তু প্রথম থেকে এগিয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৭ মিনিটে মহেশের পাসে হামিদ মোহনবাগানের জালে বল জড়িয়ে দেন। যদিও, বিরতির ঠিক আগেই মোহনবাগান সমতা ফেরায়। ডানদিক থেকে সাহালের ভাসানো বল লিস্টন রিসিভ করেছিলেন। তবে, আপুইয়ার শট বারে লেগে ড্রপ খেয়ে বেরিয়ে এলেও বিতর্কের সূত্রপাতের আগে লাইন্সম্যান ইঙ্গিতের মাধ্যমে জানিয়ে দেন বল গোললাইন পেরিয়ে গিয়েছে।

আরও পড়ুন: “আই লাভ মহম্মদ”-কে ঘিরে যোগীরাজ্যে কড়া অ্যাকশন! সেই স্লোগানই এবার খাস কলকাতায়! শুরু বিতর্ক

এমতাবস্থায়, টিভি রিপ্লে-তেও বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এদিকে, ম্যাচের (IFA Shield Final 2025) প্রথমার্ধে মোহনবাগানের দাপট পরিলক্ষিত হলেও দ্বিতীয়ার্ধে গোলের যথেষ্ট সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। যা রীতিমতো কাজে লাগাতে পারেনি অস্কার ব্রুজোর দল। এই আবহে অত্যন্ত উত্তেজক হয়ে ওঠে টাইব্রেকারটি।

আরও পড়ুন: দীপাবলির সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে শেয়ার বাজার! কবে হবে মুহুরত ট্রেডিং? জানুন দিনক্ষণ

ইস্টবেঙ্গলের কোচ গোলকিপার প্রভসুখনের পরিবর্তে দেবজিৎ মজুমদারকে নামালেও অতীতে টাইব্রেকার জেতানো দেবজিৎ এবারে সফল হতে পারেননি। রুদ্ধশ্বাস টাইব্রেকারে মূল পার্থক্য গড়ে দেন বিশাল কাইথ। তিনি জয় গুপ্তার কিক আটকে দেন। এরপরেই ১২৫ তম IFA শিল্ডের (IFA Shield Final 2025) ফাইনালে জয়লাভ নিশ্চিত হয়ে যায় মোহনবাগানের।