বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে রাজ্য জুড়ে শোরগোল। খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এবার বিতর্কের ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখাল রাজভবন (Raj Bhavan)। মোট ১ ঘণ্টা ৯ মিনিটের ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে। ৫:৩২ মিনিট থেকে ৬:৪১ মিনিট অবধি ফুটেজ দেখিয়েছে রাজভবন।
গত সপ্তাহের বৃহস্পতিবার কলকাতা পুলশের কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation Allegation) অভিযোগ করেন রাজভবনের অস্থায়ী কর্মী একজন মহিলা। দাবি করেন, গত ২৪ এপ্রিল এবং এরপর সেই দিন তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। চাকরি স্থায়ী নিয়োগ এবং প্রোমোশনের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ডেকে পাঠানো হয়, এরপর অশালীন করা হয় বলে অভিযোগ। রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্বভাবতই জোর চর্চা শুরু হয়ে যায়। এই বৃহস্পতিবার ওই দিনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখাল রাজভবন।
এদিন রাজভবনের পক্ষ থেকে একটি বড় স্ক্রিনে উত্তর গেটের বাইরের ফুটেজ দেখানো হয়। সেদিন রাতেই আবার রাজভবনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সেদিনের ফুটেজে রাজভবনে পুলিশি তৎপরতা চোখে পড়েছে। তবে অভিযোগকারিণী যে সময় শ্লীলতাহানি হয়েছে বলে দাবি করেছেন, নির্দিষ্ট করে সেটার কোনও সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি বলে খবর।
আরও পড়ুনঃ শাহজাহানের হাতে খুন বাবা! উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে সন্দেশখালির প্রীতমের স্বপ্ন এখন IPS
এদিন দেখানো সিসিটিভি ফুটেজে অভিযোগকারিণী ওই মহিলার গতিবিধি দেখা গিয়েছে। রাজভবনের মূল গেট এবং উত্তর গেটের দৃশ্য সেখানে দেখা গিয়েছে। ওই ফুটেজে দেখা যাচ্ছে, অভিযোগকারিণী প্রথমে হন্তদন্ত হয়ে রাজভবনের ওসির ঘরে ঢুকছেন। এরপর সেখান থেকে বেরনোর পর ফের অ্যাডিশনাল ওসির ঘরে ঢুকছেন।
অভিযোগকারিণী যে দু’দিন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এবং রাজভবনের যে ঘরে ডাকা হয়েছিল বলে দাবি করেছেন, সেখানকার কোনও সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি। সেখানে আদৌ কোনও সিসি ক্যামেরা রয়েছে কিনা সেটাও এখনও পরিষ্কার জানা যায়নি। এমনকি যে দুই নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে শ্লীলতাহানি হয়েছে বলে দাবি করেছেন ওই তরুণী, সেই সময়কারও কোনও ফুটেজ দেখায়নি রাজভবন।
উল্লেখ্য, রাজ্যপাল কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ পান। সংবিধানে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার অনুমতি নেই। সেই জন্য কলকাতা পুলিশের তরফ থেকে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে লালবাজার অবধ্য রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল। তবে রাজ্যপাল জানান, পুলিশ এবং আদালতের তদন্ত করার এক্তিয়ার নেই। পাশাপাশি এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা পুলিশকে নয়, যদি সাধারণ মানুষ আবেদন করেন তাহলে ফুটেজ দেওয়া হবে।