বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালপ্রেমী অথচ ‘মন ফাগুন’ (Mon Fagun) এর নাম শোনেননি এমনটা হতেই পারে না। স্টার জলসার এই সিরিয়াল টিআরপির দিক থেকেও সেরার তালিকায় থেকেছে দীর্ঘদিন। এক বছর পেরিয়েও এক থেকে দশের মধ্যেই থাকে এই সিরিয়াল। টেলিপাড়ার জনপ্রিয়তম জুটিদের মধ্যে অন্যতম পিহু আর ঋষিরাজ।
দর্শকদের এই প্রিয় জুটিই পা দিল এক বছরে। সিরিয়ালে চলতে থাকা ট্র্যাকের সঙ্গে সাদৃশ্য রেখে উদযাপনও হয়েছে একদম হটকে। ঋষি এখন রোমিওর সাজে। স্টুডিওর বদ্ধ জায়গার বদলে খোলা আকাশের নীচে কেক কাটলেন কলাকুশলীরা। তাও আবার একটা নয়, তিন তিনটে।
আদিবাসী সাজে সেজেই কেকে ছুরি বসালেন ঋষি পিহু। সঙ্গে দেখা গেল নেত্রা ওরফে রোশনি তন্বী ভট্টাচার্যকেও। জানা গিয়েছে, স্টুডিও চত্বরের মধ্যেই আউটডোর শুটের জন্য জঙ্গল মতো তৈরি করা হয়েছিল। সেখানেই বেশ থিম মেনে উদযাপন হয়েছে। ঋষি পিহুর অনুরাগীরাও মেতেছেন সেলিব্রেশনে।
সপ্তাহের সাতটা দিন সন্ধ্যা সাড়ে আটটার টাইম স্লটে সম্প্রচারিত হয় মন ফাগুন। এক সপ্তাহ আগেও সেরা দশের টিআরপি তালিকায় ছিল এই সিরিয়াল। কিন্তু গত সপ্তাহের টিআরপি সব হিসেব বদলে দিয়েছে। সেরা দশের তালিকা থেকে ছিটকে গিয়েছে মন ফাগুন। পরিবর্তে এগিয়ে এসেছে পিছিয়ে থাকা বোধিসত্ত্বর বোধবুদ্ধি।
জি বাংলার নতুন সিরিয়াল বোধিসত্ত্বর বোধবুদ্ধি। সবে মাত্র দু সপ্তাহ হয়েছে শুরু হয়েছে সিরিয়ালটি। মুখ্য চরিত্রে ছোট্ট বোধি। তার কাছেই কিনা হেরে গেল ঋষি পিহু? মন ফাগুনের প্রযোজকের বক্তব্য অবশ্য, নতুন সিরিয়ালের বয়স মোটে দু সপ্তাহ। অন্যদিকে মন ফাগুন পা রাখল এক বছরে। এখনি নতুন সিরিয়াল নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে বলে মনে করছেন না প্রযোজক।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর