‘বাবাইদা’র পর এবার ‘টুবাইদা’, ছোটবেলার প্রেমকে ফেরাতে আসছে ‘মন ফাগুন’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্টার জলসায় নতুন সিরিয়াল (serial) ‘মন ফাগুন’ (mon fagun) এর প্রোমো বেরোনোর পর থেকেই সিরিয়াল প্রেমীদের মধ‍্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কারণ এই সিরিয়ালের হাত ধরেই লম্বা বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন অভিনেতা শন ব‍্যানার্জি (sean banerjee)। এখানে আকাশ নীল সিরিয়ালে শেষ দেখা গিয়েছিল তাঁকে। সিরিয়ালটি শেষ হওয়ার পর বেশ কিছুদিনের বিরতি নিয়ে আবার পরশদায় ফিরছেন শন। বিপরীতে নতুন মুখ সৃজলা গুহ (srijla guha)।

প্রথম প্রোমো প্রকাশ‍্যে আসার পর হা পিত‍্যেশ করে বসেছিলেন দর্শকরা। বৃহস্পতিবার নতুন প্রোমো আসতেই তা ভাইরাল। প্রাথমিক ভাবে সিরিয়ালের গল্প যা বোঝা যাচ্ছে, পিহু ওরফে সৃজলা বৃষ্টিবাড়ি নামে একটি পাহাড়ি শহরের টুরিস্ট গাইড। তার ছোট বেলার প্রেম টুবাইদা। সেই ছোট বেলায় টুবাইদা পিহুকে বলেছিল দুটো সপ্তর্ষিমণ্ডল জুড়ে গেলেই সব ভালবাসার মানুষরা এক হয়ে যাবে।


টুবাইদার সেই কথা এখনো মনে রেখে দিয়েছে পিহু। অপরদিকে তার কথা ভুলতে পারেনি টুবাইদা ওরফে ঋষিরাজ ওরফে শনও। কিন্তু তার মনে দ্বন্দ্ব, আদৌ কি সব ছোটবেলার প্রেম মিলে যায়? প্রোমোতে দেখা যায়, বৃষ্টিবাড়িতে এসেই ছোটবেলার দুই প্রেমিক প্রেমিকার দেখা হয়ে যায়। এখন কি তারা চিনতে পারবে একে অপরকে? সেটা জানার জন‍্য এখনো অপেক্ষা করতে হবে।

https://www.instagram.com/p/CQgtZ21h4s2/?utm_medium=copy_link

মন ফাগুন সিরিয়ালের শুটিং কিছুটা হয়ে গেলেও তার সম্প্রচার শুরু করা নিয়ে এখনো নিশ্চিত নন সিরিয়ালের প্রযোজকরা। প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের নতুন সিরিয়াল মন ফাগুন। মিরিকে কিছুটা শুটিং হয়ে গিয়েছে এই সিরিয়ালের। কিন্তু লকডাউন ঘোষনা হওয়ায় বন্ধ করে দিতে হয় শুটিং। এখন ফ্লোরে শুটিংয়ের অনুমতি মিললেও কবে থেকে সম্প্রচার শুরু হবে তা এখনো জানানো হয়নি।

সম্পর্কিত খবর

X