রেস্তোরাঁতে খাওয়াতে না নিয়ে যাওয়ায় রেগে স্বামীকে মেরেই বসলেন মোনালিসা! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাইরে যাওয়ার জন‍্য স্বামীকে এক ভাবে অনুনয় বিনয় করে চলেছেন মোনালিসা (monalisa)। কিন্তু কিছুতেই তাঁর কথা শুনতে রাজি নন বিক্রান্ত। তাঁর সাফ কথা, বাইরে যাওয়া যাবে না। শেষে রেগে গিয়ে স্বামীকে মেরেই দিলেন মোনালিসা!


না না, চমকাবেন না। এমন কাণ্ড সত‍্যি সত‍্যিই ঘটিয়ে বসেননি অভিনেত্রী। আসলে স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করছিলেন তিনি। সেখানে দেখা গিয়েছে, বিক্রান্তকে বারবার বাইরে সিনেমা দেখানোর জন‍্য বা রেস্তোরাঁতে খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু বিক্রান্ত তাতে রাজি নন। শেষে রেগেমেগে স্বামীকে ধাক্কা মেরে বসে পড়েন মোনালিসা।

https://www.instagram.com/p/CAEvGiolxOr/?igshid=1bf1dm184e097

দুজনের এই মজার টিকটক ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। ইতিমধ‍্যেই ৫৭ হাজারের ওপর ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। মোনালিসার অনুরাগীরাও বেশ মজা পেয়েছেন এই ভিডিও দেখে।

https://www.instagram.com/p/CAPaRzBFsXH/?igshid=vg99fzpvvk94

কিছুদিন আগেই মোনালিসাকে দেখা গিয়েছিল বিক্রান্তের সঙ্গে টিকটক ভিডিও বানাতে। ‘ইয়ে জওয়ানি হ‍্যায় দিওয়ানি’ ছবির একটি দৃশ‍্যে অভিনয় করেছেন তাঁরা। মোনালিসা জানিয়েছেন এটি তাঁর অন‍্যতম প্রিয় দৃশ‍্য। তারপর কয়েকটি পুরনো ছবি শেয়ার করেন মোনালিসা যেখানে দেখা গিয়েছে স্বামী বিক্রান্তের সঙ্গে কোনও জায়গায় ঘুরতে গিয়েছেন তিনি। এইসব পুরনো ছবি শেয়ার করে নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CARx0OZlmad/?igshid=hdb4iozdr6k3

হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।

https://www.instagram.com/p/CAJ8z-Nn4pk/?igshid=5wmxnbkijdxd

সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

https://www.instagram.com/p/B_1vP_qFg-h/?igshid=ymo9horw48gf

এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা।

https://www.instagram.com/p/B_wZr4Tl4Yd/?igshid=nodp4twcrkz6

কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে। তবে বাড়িতে বন্দি থাকার সময়টা একেবারেই হেলায় নষ্ট করছেন না মোনালিসা। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো সেনসেশন তিনি।

https://www.instagram.com/p/CAUd77jFwCJ/?igshid=1jiig8yaebp6m

আইটেম গানে তাঁর দুরন্ত শরীরী বিভঙ্গ যে কারওরই মাথা ঘুরিয়ে দেওয়ার জন‍্য যথেষ্ট। লকডাউনের জন‍্য বাইরে বেরোনো বন্ধ। তাই বাড়িতেই ফটোসেশন শুরু করে দিয়েছেন মোনালিসা। প্রতিদিনই নতুন নতুন ফটোশুট করেন অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X