পরনে শুধুই স্নানপোশাক, খোলা প্রকৃতির মাঝে বাথটাবে বসে ফটোশুট করলেন মোনালিসা, দেখুন বোল্ড ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভোজপুরি ছবির অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা (monalisa) ওরফে অন্তরা বিশ্বাস। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। তাঁর ছবি (photo) ও নাচের ভিডিও প্রায়ই ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।
বাঙালি হলেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বোল্ড অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে মোনালিসার। বাংলায় এখনও পর্যন্ত ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজেই অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন তুমুল জনপ্রিয় হয়েছিল মোনালিসার দৌলতে।


ওই একটি সিরিজ থেকেই বাংলায় বেশ পরিচিতি পেয়ে যান অভিনেত্রী। ক্রমশ বাড়তে থাকে তাঁর খ‍্যাতি। দুপুর ঠাকুরপো শেষ হয়েছে অনেকদিনই হয়ে গিয়েছে। কিন্তু এখনও জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি মোনালিসার।

https://www.instagram.com/p/CDStKPzly5t/?igshid=1ky4p1t6pdljj

https://www.instagram.com/p/CDP-nyWFdEx/?igshid=10lj7bicdrphu

সোশ‍্যাল মিডিয়াতে যে মোনালিসা বেশ সক্রিয় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিজের ইনস্টা হ‍্যান্ডেলেও ভিডিও, ছবি শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি বেশ কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে বাথরোব পরে একটি বাথটাবে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/p/CDiVPLxFkMz/?igshid=dk31s86qj6d3

https://www.instagram.com/p/CDdNweHF3ye/?igshid=1m8r2rukf00d5

ছবিগুলি দেখেই বোঝা যাচ্ছে ঘুরতে গিয়ে কোনও রিসর্টে ফটোশুট করেছেন মোনালিসা। খোলা ব‍্যালকনিতে রাখা বাথটাব। চারিদিকে প্রকৃতির অসাধারন দৃশ‍্যের মাঝে মোহময়ী দেখাচ্ছে মোনালিসাকে। পর পর বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি।

https://www.instagram.com/p/CDi7deolB6J/?igshid=yq1i16k7zdj0

তবে শুধু বোল্ড অবতার নয়, দরকারে শাড়িতেও যে তিনি কামাল করতে পারেন তাও দেখিয়ে দিয়েছেন ঝুমা বৌদি। লাল শাড়ি, ব্লাউজ ও গয়নায় সেজে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন মোনালিসা। ক‍্যাপশনে জানিয়েছেন এটা তাঁর মায়ের শাড়ি। সব ছবিই তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

X