পছন্দের রঙ নীল-সাদা! কিন্তু রাজনীতির রঙ এড়িয়েই চলেন, আগেভাগে জানালেন মনামী

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে তিনি বহু বছর ধরে রয়েছেন। ছোটপর্দা থেকে বড়পর্দা দুদিকেই অভিনয় করেছেন চুটিয়ে। অভিনয়ের পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পীও তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে মনামী ঘোষকে (Monami Ghosh) নিয়ে। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’এ অভিনয় নিয়ে এখন বেশ চর্চায় রয়েছেন তিনি।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামীকে। তিনি অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। বেশ খানিকটা শুটিং হয়ে গিয়েছে। অনেকটা ভারমুক্ত হয়েছেন। তবে ভারী ভারী দৃশ্যের শুটিং গুলোই এখনো বাকি বলে জানান মনামী।

Monami

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পদাতিকের শুটিং নিয়ে, প্রস্তুতি নিয়ে মন খুলে কথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রীকে। চঞ্চল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে মনামী জানালেন, একেবারেই মাটির মানুষ তিনি। তবে কম কথার মানুষ। নিজের চরিত্রটা নিয়েই বেশি মনোযোগী। তবে বিপরীতে অভিনয় করে আরাম আছে, বক্তব্য মনামীর।

অন্যদিকে সৃজিতের সম্পর্কে ইন্ডাস্ট্রিতে কানাঘুঁষো শোনা যায়, তিনি নাকি বেশ রাগী পরিচালক। মনামীর কী বক্তব্য? তিনি সোজাসুজি উত্তর দেন, নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস সৃজিত। বাড়তি কথা হয়নি। তাছাড়া নিজের কাজটা সবসময় তৈরি করেই সেটে যেতেন মনামী। তাই এখনো পর্যন্ত বকা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়নি।

মনামীকে যারা ফলো করেন তারা সকলেই জানেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সক্রিয় তিনি। ফটোশুট, রিল ভিডিওতে ইনস্টাগ্রাম হ্যান্ডেল সুন্দর করে সাজিয়ে রেখেছেন তিনি। বিশেষ করে মনামীকে শাড়িতে দেখতে খুবই ভালবাসেন নেটিজেনরা। কিছুদিন আগেই সরস্বতী পুজোয় দিদার সাদা রঙের শাড়িতে সেজেছিলেন মনামী। প্রচুর প্রশংসা পেয়েছেন।

সাদা মনামীর কাছে ‘লাকি রঙ’। আজকাল নীল রঙটাও নাকি বেশ ভাল লাগছে। মনামী কি রাজনীতির দিকে ঝোঁকার পরিকল্পনা করছেন নাকি? পালটা অভিনেত্রীর প্রশ্ন, তিনি তো জানেন, গেরুয়া সবুজ রাজনীতির রঙ। নীল রঙ ভাল লাগলেও রাজনীতি নাকি? সেক্ষেত্রে তিনি একেবারেই সাদা। রঙহীন এবং রাজনীতিহীন।


Niranjana Nag

সম্পর্কিত খবর