পাওনা টাকার জন্য বন্ধুর হাতে অকালে জীবন দিতে আর এক বন্ধুকে

নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ সামান্য পাওনা টাকা না দিতে পারার জন্য , বাড়ি থেকে ডেকে নিয়ে নিজের প্রিয় বন্ধুকে খুন করে মাটিতে পুঁতে দিল অন্য এক বন্ধু সহ আরও দুজন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার হোগোলবেড়িয়া থানার মেঘনা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে নিখোঁজ ছিল হোগোলবেড়িয়া  থানার হরিপুর গ্রামের অমিয় বিশ্বাস নামে এক যুবক। তিনদিন ধরে নিখোঁজ থাকা  ছেলের বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে ওঠে তার বাবা।  বারবার ছেলের মোবাইলে ফোন করলেও ছেলের মোবাইলটি অন্যজনের হাতে পাওয়া যায়। ওই মোবাইলে যতবারই ফোন করা হয়, ততোবারই ফোনটি ধরে অনিমেষ মন্ডল নামে অমিয়র এক বন্ধু। এ নিয়ে সন্দেহ দানা বাঁধে অমিয়র পরিবারের লোকেদের। পরিবারের পক্ষ থেকে ছেলের বন্ধু অনিমেষ মন্ডলের নামে হোগলবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেয়ে তদন্তে নামে থানার পুলিশ। এরপরই অনিমেষ মন্ডল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হোগলবেড়িয়া থানার পুলিশ। এরপর টানা জিজ্ঞাসাবাদে অনিমেষ জানায়, তারা তিন বন্ধু মিলে তাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছে। রবিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটির তলা থেকে অমিয় বিশ্বাসের মৃতদেহটি উদ্ধার করে হোগলবেড়িয়া থানার পুলিশ। দুপুরে অমিয় বিশ্বাসের দেহটি ময়না তদন্তের জন্য তেহট্ট হাসপাতালে পাঠায় পুলিশ।  বন্ধু খুনে যুক্ত থাকার অভিযোগে খুন হওয়া যুবকের বন্ধু অনিমেষ ছাড়াও আরও দুজন কে গ্রেপ্তার করেছে হোগলবেড়িয়া থানার পুলিশ। তবে খুনের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে।

Screenshot 2019 0804 192142বন্ধু খুনে মূল অভিযুক্ত অনিমেষ মন্ডল জানায়, অমিয়র কাছ থেকে দশ হাজার টাকা সে পেত । সে কারণে এই খুন নাকি এর পেছনে অন্য কারণ আছে, তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Udayan Biswas

সম্পর্কিত খবর