কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা, ‘৮৩’র মুক্তির আগেই মামলা দায়ের দীপিকার বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগেই আইনি জটিলতার মুখে পড়ল রণবীর সিং দীপিকা পাডুকোন (deepika padukone) অভিনীত ‘৮৩’। অভিনেত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন সংযুক্ত আরব আমিরশাহীর এক ব‍্যবসায়ী। একা দীপিকা নন, ছবির সঙ্গে যুক্ত আরো কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

সংবাদ মাধ‍্যম সুত্রে খবর, ওই ব‍্যবসায়ী দীপিকার বিরুদ্ধে ১৬ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন। ভিব্রি মিডিয়ার তরফে নাকি তাঁকে জানানো হয়েছিল, ৮৩ ছবিতে বিনিয়োগ করলে ভাল লাভ হবে তাঁর। সেই মতো ১৬ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন ওই ব‍্যবসায়ী। সেই টাকা খরচও করা হয়েছে ছবি নির্মাতাদের তরফে।

   

deepika padukone ranveer 1638426643
এমনকি ওই টাকায় লাভবান হয়েছেন অভিনেত্রী দীপিকা ও পরিচালক কবীর খান। কিন্তু খরচের কোনো হিসেব দেওয়া হয়নি ব‍্যবসায়ীকে। তাই এই মামলা। আরবের ব‍্যবসায়ীর হয়ে আন্ধেরির মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। তবে মামলার শুনানির তারিখ এখনো ধার্য হয়নি।

কিছুদিন আগেই প্রকাশ‍্যে এসেছে ৮৩ এর ট্রেলার। প্রায় চার মিনিটের ট্রেলারের শুরু হচ্ছে বিশ্বকাপে ভারতের সঙ্গে জিম্বাবোয়ের ম‍্যাচ দিয়ে। হারতে বসা ভারতকে একা ১৭৫ রান করে জিতিয়েছিলেন অধিনায়ক। শুধু জেতা নয়, বিশ্বকাপের প্রতিযোগিতাতেও টিকে গিয়েছিল সেদিন ভারত। এরপর একে একে ভারতের অবিশ্বাস‍্য পারফরম‍্যান্স। কিন্তু তা সত্ত্বেও তখন ভারতকে নিয়ে তুচ্ছ তাচ্ছ্বিল‍্যের অন্ত ছিল না।

কিন্তু কপিল দেব মাঠে ঝড় তুলেছিলেন। জিতের পর তুচ্ছ তাচ্ছিল‍্য করা সাংবাদিকরাই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন ভারতীয় দলের জন‍্য। সব মিলিয়ে ১৯৮৩ র আবেগকে এই ২০২১ এও ফের জীবন্ত করে তুলেছেন রণবীর। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ৮৩। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর