শ্রেয়া ঘোষালের নাম করে আট লক্ষ টাকার প্রতারণা! ধৃত কলকাতার শিল্পী

বাংলাহান্ট ডেস্ক: শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) নাম করে বড়সড় প্রতারণা চক্রের হদিশ মিলল কলকাতায়। বাংলাদেশে গায়িকার একটি অনুষ্ঠানের কথা বলে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সঙ্গে প্রায় আট লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে মুম্বইয়ের এক সংস্থার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিস।

ঠিক কী ঘটেছে ঘটনাটা? বাংলাদেশি সংবাদ মাধ‍্যম সূত্রে জানা যাচ্ছে, গত জানুয়ারি মাসে ‘হিটমেকার্স প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ নামে মুম্বই স্থিত একটি সংস্থা কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। বাংলাদেশে শ্রেয়ার একটি গানের অনুষ্ঠান আয়োজনের জন‍্য উপ দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে ওই সংস্থার একটি চুক্তি হয়েছিল‌।

Shreya Ghoshal 1
জানা যাচ্ছে, কলকাতারই এক শিল্পী চিরন্তন বন্দ‍্যোপাধ‍্যায়ের মারফত এই যোগাযোগ স্থাপন হয়েছিল‌। শ্রেয়ার অনুষ্ঠানের জন‍্য আগাম আট লক্ষ টাকা ওই সংস্থাকে দেয় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। কৃষ্ণ শর্মা নামে ওই সংস্থার এক ব‍্যক্তির ব‍্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা জমা দেওয়া হয়েছিল বলে খবর।

এরপর একটি ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শ্রেয়া ঘোষালের পরিচয় দিয়ে উপ দূতাবাস কর্তৃপক্ষকে ধন‍্যবাদ জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠানের জন‍্য ঢাকার একটি পাঁচতারা হোটেলে রুম বুক করে রাখার আর্জিও জানানো হয় ওই ‘ভুয়ো’ নম্বর থেকে।

শ্রেয়া ঘোষালের পরিচয় দেওয়ায় তখনো কোনো সন্দেহ করেনি উপ দূতাবাস কর্তৃপক্ষ। কিন্তু অনুষ্ঠানের দিন এগিয়ে আসলেও সংস্থার কোনো হেলদোল না দেখায় খটকাটা লাগে। জানা যায়, শ্রেয়া ঘোষালের নামে ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বরটাও ভুয়ো।

এরপরেই কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের তরফে কলকাতা পুলিসে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিষয়টি তদন্তের ভার পড়েছে গোয়েন্দা বিভাগের উপরে। উপ দূতাবাস ও ভুয়ো সংস্থার মধ‍্যে যোগাযোগ স্থাপনকারী চিরন্তন বন্দ‍্যোপাধ‍্যায় জেরায় জানিয়েছেন, তিনিও প্রতারিত হয়েছেন। তবে এ বিষয়ে শ্রেয়ার তরফে কোনো মন্তব‍্য করা হয়নি এখনো পর্যন্ত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর