বাংলাহান্ট ডেস্ক : বেড়াতে যাওয়ার তালিকায় সবার আগে নাম আসে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের। দার্জিলিং চা তো খুবই বিখ্যাত। কিন্তু এবার সেখানকার মানুষের আয়ের কথা ভেবে (Money Making Tips) পাহাড়ের কোলে স্ট্রবেরি চাষের উদ্যোগ গৃহীত হল দার্জিলিং সংলগ্ন রোহিনীর রত্নাডাং এলাকা। বাড়ির মধ্যেই পাহাড়ের ঢালে চাষের জমি তৈরি করে স্ট্রবেরি চাষ।
অর্থ উপার্জনের উপায় (Money Making Tips)
পর্যটকরাও ছুটে আসেন এমন স্ট্রবেরি (Strawberry) চাষ দেখতে। স্ট্রবেরি কিনেও নিয়ে যান তারা। দীর্ঘ ছয় বছর বাড়িতে স্ট্রবেরি চাষ করে করছেন রোহিনীর রত্নাডাং এলাকায়। কালিম্পং দার্জিলিং সহ নানান জায়গায় সেই স্ট্রবেরি পৌঁছে যাচ্ছে। পাহাড়ে স্ট্রবেরি চাষ করে উপার্জন করতে চাইলে পাহাড়ের অনুকূল পরিবেশ প্রয়োজন। গাছে ফল ধরলে মনের খুশি ধরে রাখা যায় না।
আরোও পড়ুন : অশান্ত পরিস্থিতির মাঝেই কেরিয়ারে নেমে এল ‘কালরাত্রি’, হঠাৎ কী হল সৌমিতৃষার!
নিজের বাড়ির ফাঁকা জায়গায় জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে সেখানে ছোট্ট ছোট্ট করে জমির আলের মত লম্বা বক্স করতে হবে। সেখানেই প্লাস্টিক বিছিয়ে তার ওপর ছোট্ট ছোট্ট করে গাছ লাগানোর জায়গা তৈরি হয়। জৈব সারেই হবে স্ট্রবেরি চাষ। স্থানীয় এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে তিনিস স্ট্রবেরি চাষ করছেন। পরিচর্যার জন্য একটু পরিশ্রম করতে হলেও ক্লান্তি যেন খুশিতে পরিণত হয় তার।
স্ট্রবেরি চাষের জন্য সেরা সময় সেপ্টেম্বর মাস হল। চাইলে আপনিও পারেন পাহাড়ের কোলে স্ট্রবেরি চাষ করতে। কম খরচে হয় স্ট্রবেরি চাষ। সুযোগ রয়েছে লাখপতি হওয়ার। বাজারে স্ট্রবেরির দারুন চাহিদা। জ্যাম জেলি তৈরি হয় স্ট্রবেরি থেকে। পর্যটকরা আসেন। তারাও পাহাড়ি এলাকার স্ট্রবেরি খেতে খুব ভালোবাসেন। তাই এখন উত্তরবঙ্গের পর্যটনে আয়ের দিশা (Money Making Tips) দেখাচ্ছে এই স্ট্রবেরি চাষ।