বাংলা হান্ট ডেস্কঃ শহরের বুকে ফের টাকার পাহাড়, কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার রাজ্যে (Huge Money Recovered) ! এবার হাওড়া (Howrah) বাস স্ট্যান্ড চত্বরে এক ব্যবসায়ীর থেকে উদ্ধার করা হল নগদ ১৬ লাখ ৮৬ হাজার টাকা। যেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
পুলিশের ‘ফাঁদ’ এ
সূত্রের খবর, হাওড়ার বেলুড়ের বাসিন্দা অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম কিষান আগরওয়াল (২৯)। পুলিশ আগে থেকেই তার ওপর নজরদারি চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে জালে ফেলতে সেই মতই প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন পুলিশকর্মীরা। আর প্ল্যান মাফিকই হল কাজ।
আরও পড়ুন: জেলে অসুস্থ জ্যোতিপ্ৰিয়! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল SSKM-এ, কী ধরা পড়ল? জানলে চমকে যাবেন
উদ্ধার নগদ ১৬ লাখ ৮৬ হাজার
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে পেশায় প্লাস্টিকের ব্যবসায়ী কিষান আগরওয়াল বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হতেই তাকে ফলো করে পেছন-পেছন যেতে থাকে পুলিশ। এরপরই হাওড়া ব্রিজের কাছে বাস স্ট্যান্ডে তার গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ। আর তাতেই চক্ষু চড়কগাছ। সবমিলিয়ে উদ্ধার করা হয় ১৬ লাখ ৮৬ হাজার টাকা।
আরও পড়ুন: জেলে অসুস্থ জ্যোতিপ্ৰিয়! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল SSKM-এ, কী ধরা পড়ল? জানলে চমকে যাবেন
বুধে আদালতে পেশ
কেন এত টাকা নিয়ে তিনি ঘুরছিলেন, কোথায় যাছিলেন, টাকার উৎস কী এই সব প্রশ্নের কোনও উত্তরই দিতে পারেননি ওই ব্যবসায়ী। বিপুল টাকার কোনও বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি তিনি। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেও সন্তোষজনক উত্তর না মেলায় অবশেষে ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। কিছু দিনের ব্যবধানেই ফের বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের এই ঘটনায় উদ্বেগ বাড়ছে।