বাংলা হান্ট ডেস্ক : যেহেতু এবার দেরিতে বঙ্গে বর্ষা ঢুকেছে তাই এখনও অবধি বৃষ্টির রেশ অব্যাহত৷ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে স্বাভাবিক ভাবে মৌসুমি বায়ু বিদায় নেয় বঙ্গ থেকেই কিন্তু এ বছর চিত্রটা একটু আলাদা৷ জুলাই আগস্ট মাস নাগাদ প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই লাগাতার কয়েক দিনের বর্ষণের জেরে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন রাজ্য প্রশাসন৷
তাই যে সমস্ত জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই এলাকাগুলিতে পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসকদের সঙ্গে নবান্নে বসে ভিডিও কনফারেন্স করলেন মুখ্য সচিব রাজীব সিনহা ও স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ আট দফতরের সচিব৷ মালদা মুর্শিদাবাদ ও হাওড়া জেলার জেলাশাসকরা মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেন৷
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দফতরের সচিব এবং মুখ্য সচিবরা জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে জেলাশাসকের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ চেয়ে দেখেন৷ পাশাপাশি জেলার বন্যা পরিস্থিতি বিচার করে নবান্ন থেকে মনিটরিং সেল চালু করল প্রশাসন৷ জানা গিয়েছে মালদা জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ কারণ এগারোটি ব্লক ইতিমধ্যেই জনের নিচে৷
তাই জেলার বাঁধগুলির অবস্থা কেমন? সেই সংক্রান্ত রিপোর্ট মুখ্যসচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকের কাছে৷ একই সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার কার্য চালানোর জন্য এবং বন্যা ত্রাণ দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি ওষুধ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷