বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে, পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশই যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। বার বার কাশ্মীর ইস্যুকে নিয়ে ভারতকে হুমকি দিচ্ছে ইমরান খান সরকার। এমনকি ভারতে পুলওয়ামার থেকে বড় হামলারও হুমকি দিয়েছে পাকিস্তান প্রধান। আর এই বিতর্কের মাঝেই এবার পাকিস্তানে যাচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 9 নভেম্বর তারিখে পাকিস্তানের করতারপুর করিডরের উদ্বোধন করতে পাকিস্তানের কাছ থেকে আমন্ত্রন পেয়েছেন মনমোহন সিং। তাইতো করতারপুর গুরুদ্বারে যাবেন তিনি।
মনমোহন সিং করতারপুরের করিডর উদ্বোধনের পর 9 নভেম্বর খুলে দেওয়া হবে পুন্যার্থীদের জন্য। একই দিনে মনমোহন সিং ছাড়াও করতারপুরের গুরুদ্বারে যাবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও। বৃহস্পতিবার অমরেন্দ্র সিং এর তরফ থেকে এই আমন্ত্রণ পেয়েছেন মনমোহন সিং। যদিও গত শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রীর তরফ থেকে মনমোহন সিংকে আমন্ত্রণ জানানো হয়।
পাক বিদেশমন্ত্রীর তরফ থেকে আগে থেকেই জানানো হয়েছিল শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে চান। পাশাপাশি তিনি আমন্ত্রণ পত্র পাঠানোর কথাও জানিয়েছিলেন।অবশেষে তিনি 9 নভেম্বর তারিখে করতারপুরে যাচ্ছেন।
জীবনের শেষ যে আঠের বছর করতারপুরে গুরু নানক কাটিয়েছিলেন সেই করতারপুরেই তৈরি হয়েছে গুরুদ্বারটি। পাকিস্তানের নারোয়াল জেলার অন্তর্গত সেই স্থানেই উদ্বোধন হবে গুরদ্বারটি। পাঞ্জাবের গুরুদাসপুরের নানকের গুরুদ্বার থেকে চার কিমি দূরত্বের সংযোগ স্থাপনের জন্যই এই করিডর খুলে দেওয়া হচ্ছে। নির্মান কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে।
তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর পাকিস্তানে যাওয়া নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক উঠেছে। যে মনমোহন তাঁর রাজত্বকালে একবারেও পাকিস্তানে যায়নি তিনি এবার করিডর উদ্বোধনে যাচ্ছেন সেই পাকিস্তানেই। বিষয়টি নিয়ে জোর জল্পনাও শুরু হয়েছে দেশের বিভিন্ন মহলে।