বাংলা হান্ট ডেস্ক: কথা দিয়েও কথা রাখল না বর্ষা। কেরলে বর্ষা আসার কথা ছিল ৬ জুন। চাতক পাখির মতো আকাশের দিকে তাঁকিয়ে শুধু রয়ে গেল অপেক্ষা,কিন্তু বর্ষা এলো না। আপাতত আবার মৌসম ভবনের আবহাওয়াবিদরা জানিয়েছেন ৬ জুন এর বদলে ৮ জুন কেরালার উপকূল ধরে বর্ষা ঢুকবে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী কেরলে মৌসুমী বায়ু ঢোকার ২৪ ঘন্টার মধ্যেই ওড়িশার উপকূলবর্তী জেলা গুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ হাওড়া হুগলি সহ বেশ কিছু জায়গায় শুরু হয়ে গেছে প্রাক বর্ষার বৃষ্টি। তবু অল্পতে মন ভরেনি সাধারণ মানুষের,এবার চায় বর্ষা।
আবহাওয়াবিদদের মতে এই মুহূর্তে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপের কমলি না এলাকায় অবস্থান করছে ধীরে ধীরে সেটি এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম দিকে তারপরেই কেরলে প্রবেশ করবে বর্ষা।